02/25/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2022-02-26 23:27:13
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে 'বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্ট ২০২২' এর আয়োজন করা হয়।
এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী। টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহন করে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়ানুরাগ সর্বজনবিদিত। সরকার পরিচালনায় ব্যস্ততার মধ্যেও তিনি বিভিন্ন সময় খেলোয়াড়দের উৎসাহিত করেছেন। ব্যক্তিগতভাবে তাদের খোঁজখবর নেন, বাড়িতে আমন্ত্রণ জানান, এমনকি রান্না করে তাদের বাড়িতে খাবারও পাঠিয়ে থাকেন। এছাড়া দেশের ক্রীড়াঙ্গনে তার নানামুখী উন্নয়নমূলক কার্যক্রমে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সাফল্য অর্জিত হচ্ছে।
বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্হাপক মির্জা আব্দুল বাসেত।
এ সময় সুজিত রায় নন্দী বলেন, আজকে ক্রিকেটের অগ্রগতিতেও দেশরত্ন শেখ হাসিনার অবদান আমাদের প্রেরণার উৎস। ক্রিকেটকে আজ প্রধানমন্ত্রী নিয়ে গেছেন বিশ্ব দরবারে।
আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। তরুণ বয়সে ফুটবল পায়ে মাঠ মাতিয়েছেন ঢাকাই লিগে, দীর্ঘদিন খেলেছেন ঢাকা ওয়ান্ডারার্স স্পোর্টিং ক্লাবে। বঙ্গবন্ধুর দুই সন্তান শেখ কামাল ও শেখ জামালও ছিলেন সফল ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক। বর্তমান ঢাকা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠার মাধ্যমে দেশের ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখেছেন শেখ কামাল। কামালের স্ত্রী সুলতানা কামাল খুকুও ছিলেন দেশের খ্যাতনামা অ্যাথলেট। এমন ক্রীড়াপ্রেমী পরিবারে জন্ম নেওয়া বঙ্গবন্ধু কন্যার ক্রীড়াপ্রেম থাকবে সেটাই স্বাভাবিক ঘটনা। বাবা ও ভাইদের দেখানো পথেই বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রে একের পর এক অবদান রেখেছেন প্রাধানমন্ত্রী। এখনও সেই ধারা বজায় রেখেই দেশের ক্রীড়া জগৎকে এগিয়ে নিতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি।
এ সময় জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্হাপক মির্জা আব্দুল বাসেত, অফিসার ওয়েলফেয়ার সোসাইটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মোঃ শাহআলম, জিএম মশিউর রহমান, মোঃ নূর ইসলাম, মৃন্ময় চ্যাটার্জী, শেখ মোঃ হাসান, গোলাম মোস্তফা পাভেলসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81