02/25/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2022-07-19 03:26:25
রাজধানীকে ১০টি জোনে ভাগ করে এলাকা ও গ্রাহকের সামর্থ্যের ভিত্তিতে পানির নতুন দাম নির্ধারণ করতে চাইছে ঢাকা ওয়াসা।
নতুন এই প্রস্তাব গৃহীত হলে ঢাকা ওয়াসার সবচেয়ে বড় ভোক্তা নিম্ন মধ্যবিত্তদের পানি কিনতে হবে প্রতি হাজার লিটার ১৮ টাকা ৭৫ পয়সায়, যা বর্তমান মূল্যহারের চেয়ে ৩ টাকা ৫৭ পয়সা বেশি।
বর্তমানে ঢাকা ওয়াসার পানির গ্রাহক দুই শ্রেণির। আবাসিক ও বাণিজ্যিক। আবাসিকে এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। আর বাণিজ্যিকে ৪২ টাকা।
রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ বিষয়ক কারিগরি গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
ঢাকায় কত ধরনের গ্রাহক রয়েছে, আর বিশ্বে কোন কোন পদ্ধতি চালু আছে, তা নিরীক্ষা করে ওয়াসার পানির দামের প্রস্তাব করেছে এই কমিটি।
এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণে ঢাকাকে ১০টি জোনে ভাগ করা হয়েছে৷ এক্ষেত্রে একেক জোনে একেক ধরনের দাম হতে পারে।
প্রস্তাব অনুযায়ী উচ্চবিত্তের আবাসিক গ্রাহকদের জন্য প্রতি এক হাজার লিটার পানির জন্য দাম ধরা হয়েছে ৩৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ প্রতি হাজার লিটারে উচ্চবিত্তদের জন্য দাম বাড়ছে ২২ টাকা ৩২ টাকা।
ওয়াসার উচ্চবিত্ত গ্রাহক শূন্য দশমিক ৮০ শতাংশ বলে গবেষণায় উঠে এসেছে।
উচ্চ মধ্যবিত্ত পরিবারের পানির দাম নির্ধারণ করা হয়েছে ৩১ টাকা ২৫ পয়সা।
উৎপাদন মূল্যে পানি পাবে মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকরা। দাম নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। ঢাকা ওয়াসার তথ্য অনুযায়ী, বর্তমানে ১ হাজার লিটার পানি উৎপাদনে ব্যয় হয় ২৫ থেকে ২৬ টাকা।
ঢাকা ওয়াসার মধ্যবিত্ত গ্রাহক ৪ শতাংশ। তাদেরও বর্তমান দামের চাইতে ৯ টাকা ৮২ পয়সা বেশি হারে বিল দিতে হবে।
ঢাকা ওয়াসার মধ্যবিত্ত গ্রাহকই সর্বাধিক, যা মোট গ্রাহকের ৭৯ দশমিক ৪ শতাংশ। তাদের জন্য পানির দাম হবে ১৮ টাকা ৫০ পয়সা।
প্রস্তাব অনুযায়ী, নিম্ন আয়ের গ্রাহকের জন্য ১ হাজার লিটার পানির বিল হবে ১২ টাকা ৫০ পয়সা। ফলে তাদের বিল এখনকার চেয়ে প্রতি হাজার লিটারে ২ টাকা ৬৮ পয়সা কম হবে।
ওয়াসার সাড়ে ১১ শতাংশ বাণিজ্যিক গ্রাহক বর্তমানে প্রতি হাজার লিটার পানির জন্য ৪২ টাকা দিচ্ছে। নতুন প্রস্তাবে সেই বিল ৮ টাকা বাড়িয়ে ৫০ টাকা ধরা হয়েছে।
তবে উৎপাদন মূল্যের সমান, অর্থাৎ ২৫ টাকা হারে বিল পরিশোধ করবে সরকারি প্রতিষ্ঠানগুলো।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন মূল্য নির্ধারণের মাধ্যমে ওয়াসার পানি উৎপাদন মূল্য ও বিক্রয় মূল্যের মধ্যে যে পার্থক্য রয়েছে তা সমান করা যাবে৷ অর্থাৎ এ খাতে ভর্তুকি দিতে হবে না।
তবে প্রস্তাবিত দামের বিষয়ে গ্রাহক পর্যায়ে আরও আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81