02/25/2025
অনলাইন ডেস্ক | Published: 2022-11-06 00:01:05
দেশের প্রত্যেকটি লড়াই সংগ্রামের ইতিহাসের অগ্রনায়ক বাংলাদেশের ছাত্র সমাজ। জলবায়ু পরিবর্তনের ফলে সারা পৃথিবী জুড়ে সোচ্চার হয়েছে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের জনগণ। সব থেকে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায় এবং সবুজ বাংলাদেশকে নিরাপদ করতে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন যাত্রা শুরু করে। এই যাত্রাকে বেগবান করার জন্য প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিবেশ বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরতে গড়ে তোলা হয়েছে সবুজ আন্দোলন ছাত্র পরিষদ নামে সহযোগী সংগঠন। ইতোমধ্যে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র - ছাত্রীদের নিয়ে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। আজ ৫ নভেম্বর নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা জুম আপস মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ছাত্র পরিষদের সভাপতি সোহাগ খানের সভাপতিত্বে মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার। উদ্বোধনী বক্তব্য দেন সবুজ আন্দোলনের উপদেষ্টা মেজবাউদ্দীন মোঃ জীবন চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক শিক্ষাবিদ মোঃ মিরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ ডক্টর মুহাম্মদ সানাউল্লাহ, কেন্দ্রীয় সদস্য প্রভাষক মোঃ শাহজাহান সিরাজ, অধ্যক্ষ এনামুল কাদের শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এইচএম বাকী বিল্লাহ।
প্রধান অতিথি বলেন, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র পরিষদের কমিটি গঠনের পাশাপাশি প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি, ডাস্টবিন নির্মাণ, তর্ক বিতর্ক প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, সবুজ বাঁচাও ফুটবল ম্যাচ ও পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে সভা-সেমিনারের আয়োজন করা হবে। এজন্য সবাইকে কাজ করার মানসিকতা রাখতে হবে।
উদ্বোধক তার বক্তব্যে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের কমিটি সব থেকে শক্তিশালী করতে হবে। প্রত্যেকটি ইতিহাস তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাই ছাত্র পরিষদকে দেশের পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
সভাপতি তার বক্তব্য বলেন, আমি আশা করি নতুন যে কমিটি দেয়া হয়েছে প্রত্যেকটি ব্যক্তি যোগ্যতা সম্পন্ন। অল্প সময়ের মধ্যে প্রত্যেকটি জেলা কমিটি গঠন এবং উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
মিটিংয়ে অংশগ্রহণ করেন সিনিয়র সহ-সভাপতি এম আলম রাইন, সহ সভাপতি শাহারিয়ার শাকিরসহ কমিটির সকল নেতৃবৃন্দ। আগামী ১৬ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পরিষদের উদ্যোগে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81