02/25/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2023-01-15 06:31:08
ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল হোসেন তাপস ও সাধারণ সম্পাদক হয়েছেন ডাঃ মোঃ মসিউজ্জামান পান্নু।
সম্প্রতি ঢাকাস্থ বরিশাল জেলা সমিতির নির্বাচন (২০২৩-২৪) অনুষ্ঠিত হয়। সংগঠনের পুরানা পল্টন স্থায়ী কার্যালয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচনে সর্বসম্মতিক্রমে তাপসকে সভাপতি, আ ব ম মহিউদ্দীন খান চৌধুরী, মো. রিয়াজ হাসান, মোঃ মফিজুর রহমান খান, আবুল কালাম আজাদ, সাইয়েদা খানমকে সহ সভাপতি এবং ডাঃ মোঃ মসিউজ্জামান পান্নুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া ফইজুল আবেদীন, মোঃ সাইদুল হককে যুগ্ম সম্পাদক, মোঃ রোকনুজ্জামানকে অর্থ সম্পাদক, ফয়সাল মঈন মামুনকে সাংগঠনিক সম্পাদক, এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনকে দপ্তর সম্পাদক, মোহাম্মদ রুহুল আমিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাহবুব লাভলুকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কাজী গোলাম মাইনউদ্দীন আহম্মদ স্বপনকে সমাজসেবা সম্পাদক, এইচএম আব্বাস আলীকে আইন সম্পাদক, মোঃ আমিনুল ইসলাম স্বপনকে শিক্ষা সম্পাদক নির্বাচিত করা হয়।
নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন সরদার মুজিবর রহমান, মোঃ গোলাম মাহবুব, এ এস মাহমুদ, মোঃ দেলোয়ার হোসেন, এস এম শফিউল্লাহ, মোঃ মীর্জা জাহাঙ্গীর হোসেন শানু, মোহাম্মদ নুরুল ইসলাম প্রমুখ।
নির্বাচনপূর্ব সম্মেলনে আলোচনায় অংশগ্রহণ করেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ সিরাজ উদ্দিন আহমেদ, সমিতির সাবেক সভাপতি সরদার মজিবুর রহমান, গোলাম মাহবুব, বিচারপতি আবদুর রব, সাবেক অতিরিক্ত সচিব মোঃ দেলওয়ার হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক এস এম শফিউল্লাহ, যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ মসিউজ্জামান পান্নু প্রমুখ।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন মোঃ আব্দুর রউফ, নির্বাচন কমিশনার তোফায়েল আহমেদ ও মাহমুদ হাসান।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81