02/23/2025
সামি | Published: 2018-05-16 00:39:53
এফটি বাংলা
আসন্ন রাশিয়া বিশ্বকাপকে কেন্দ্র করে মেক্সিকোর কোচ হুয়ান কার্লোস ওসোরিও ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে। দলে রয়েছেন ৩৯ বছরের রাফায়েল মার্কুয়েজ।
গোলরক্ষক: গুইলের্মো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, হেসুস করোনা।
ডিফেন্ডার: দিয়েগো রেয়েস, কার্লোস স্যালসেদো, হেক্টর মোরেনো, ওসওয়ালদো অ্যালানিস, নেস্তর আরাউজো, মিগুয়েল, লাইয়ুন, হেসুস গ্যালার্ডো, হুগো আয়ালা, এডসন আলভারেজ।
মিডফিল্ডার: হেক্টর হেরেরা, আন্দ্রেস গুয়ার্দাদো, রাফায়েল মার্কুয়েজ, জোনাথন ডস সান্তোস, মার্কো ফ্যাবিয়ান, হেসুস মোলিনা, এরিক গুতিয়েরেজ, জিওভানি ডস সান্তোস।
ফরোয়ার্ড: হ্যাভিয়ের অ্যাকুইনো, হিসুস করোনা, রাউল জিমেনেজ, ওরিবে পেরালতা, হ্যাভিয়ের হার্নান্দেজ, কার্লোস ভেলা, হার্ভিং লোজানো, ইয়ুর্গেন ড্যাম।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81