02/25/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2023-02-28 01:49:26
বন্ডেড সুবিধায় আমদানিকৃত পণ্য খোলা বাজারে বিক্রির জন্য চোরাচালানের চেষ্টা আটকে দিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
গত রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুল্ককর ফাঁকি দিয়ে পণ্য চোরাচালান আটকে দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
কাজীর দেউড়ী এলাকায় এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে আটক হওয়া ওই কাভার্ড ভ্যানটি খুলে পাওয়া গিয়েছে আমদানি করা নিট ফেব্রিকস।
কাভার্ড ভ্যানটি খোলার সময় পণ্যের মালিকানা দাবিকারী মো. নজরুল ইসলাম এবং এসএ পরিবহন কর্তৃপক্ষ ছাড়াও পুলিশ এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
কাভার্ড ভ্যানে বিভিন্ন রঙের ৮ হাজার ৬১২ কেজির বেশি ৩৫৬টি প্যাকেজ (১২৮ টি বস্তা এবং ২২৮ টি রোল) পাওয়া যায়। কাস্টমসের হিসাবে এসব পণ্যের মূল্য ২৭ লাখ ৪৭ হাজার টাকা। এর পাশাপাশি অন্তত ২৪ লাখ ৪৫ হাজার টাকা শুল্ক-কর আরোপ করা হলে পণ্যের মোট মূল্য হতো ৫১ লাখ ৯১ হাজার টাকা।
মালিকপক্ষ নিলামকৃত পণ্যগুলো জাহাজের মাধ্যমে আমদানি করা হয়েছে বললেও তাদের দেয়া তথ্যের সত্যতা পায়নি কাস্টমস কর্তৃপক্ষ। তাছাড়া আটককৃত পণ্যচালানের সঙ্গে পাওয়া যায়নি মূসক চালানও।
এ ঘটনায় চোরাচালানের দায়ে অভিযুক্ত মো. নজরুল ইসলামসহ তার সহযোগীদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81