02/23/2025
সামি | Published: 2018-05-17 22:12:06
এফটি বাংলা
রাশিয়া বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ইংল্যান্ড কোচ সাউথ গেট। ফিফার নির্দেশনা অনুযায়ী আগামী মাসের ৪ জুনের মধ্যে প্রত্যেকটি দেশের দল ঘোষণা করতে হবে। ফিফার নির্দেশনা মেনেই ইংল্যান্ড তাঁদের দল ঘোষণা করেছে।
গোলকিপার: জর্ডান পিকফোর্ড (এভারটন), জ্যাক বাটল্যান্ড (স্টোক), নিক পোপ (বার্নলি)
ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড (লিভারপুল), কাইল ওয়াকার (ম্যান সিটি), কিরান ট্রিপ্পিয়ার, ড্যানি রোজ (উভয় টটেনহ্যাম), হ্যারি ম্যাগারি (লিস্টারস্টার), ফিল জোন্স (ম্যান ইউটা), জন স্টোনস (ম্যান সিটি), গ্যারি ক্যাহিল চেলসি)।
মিডফিল্ডার: জর্ডান হেন্ডারসন (লিভারপুল), এরি ডিয়ার, ডেল আলি (টটেনহ্যাম উভয়), হোসে লিনগার্ড, অ্যাশলি ইয়ং (উভয় ম্যান ইউ), ফেবিয়্যান ডেলফ (ম্যান সিটি), রুবেন লুফটাস-চেক (চেলসি)
ফরোয়ার্ড: রাহিম স্টার্লিং (ম্যান সিটি), জেমি ভার্ডি (লিস্টারস্টার), হ্যারি কেইন (টটেনহ্যাম), মার্কাস রাশফোর্ড (ম্যান ইউডা), ড্যানি ওয়েলব্যাক (আর্সেনাল)।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81