02/26/2025
বিশেষ প্রতিবেদক | Published: 2023-08-17 20:18:01
সিঙ্গাপুরে অর্থপাচার ও জালিয়াতির বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। অভিযানে বিদেশ থেকে পাচার করে আনা প্রায় ১০০ কোটি সিঙ্গাপুরি ডলারের নগদ অর্থ, সম্পত্তি, বিলাসবহুল গাড়ি এবং অন্যান্য সম্পদ জব্দ করেছে পুলিশের বিশেষ বাহিনী।
সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশের বরাত দিয়ে স্ট্রেইটস টাইমস প্রতিবেদনে জানায়, মঙ্গলবার (১৫ আগস্ট) সন্দেহভাজন মুদ্রা পাচারকারীদের ধরতে সিঙ্গাপুরজুড়ে অভিজাত আবাসিক এলাকা গুলোতে একসঙ্গে অভিযান চালানো হয়।
৪০০ জনের বেশি সদস্যের বড় একটি দল এই অভিযানে অংশ নেন। এতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, বাণিজ্যিবিষয়ক বিভাগ (সিএডি), দাঙ্গা পুলিশের বিশেষ বাহিনী, পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা যুক্ত ছিলেন।
অভিযুক্তদের গ্রেপ্তারের পাশাপাশি ৯৪টি সম্পত্তি এবং ৫০টির বেশি বিলাশবহুল গাড়ির মালিকানা বাতিল করা হয়েছে। যার মোট আনুমানিক মূল্য ৮১ মিলিয়ন সিঙ্গাপুরি ডলারেরও বেশি। একই সাথে একাধিক অলংকার এবং মদের বোতলও জব্দ করা হয়েছে।
এগুলো ছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট, নগদ টাকা, বিলাসবহুল ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস এবং ভার্চুয়াল সম্পদের তথ্যসহ কিছু নথিপত্রও জব্দ করা হয়েছে।
এছাড়াও তদন্তের জন্য এবং অর্থপাচার রোধে পুলিশ ৩৫টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। যার আনুমানিক মূল্যমান ১১০ মিলিয়ন ডলারের বেশি।
দেশটির পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত বিদেশিদের সবার বয়স ৩১ থেকে ৪৪ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে জালিয়াতি, অর্থপাচার ও গ্রেপ্তার প্রতিহত করাসহ বিভিন্ন অভিযোগ আনা হচ্ছে। এছাড়াও, মুদ্রা পাচারের সঙ্গে জড়িত আরও ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
সিঙ্গাপুরের কমার্শিয়াল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের (সিএডি) ডিরেক্টর ডেভিড চিউ বলেছেন, সিঙ্গাপুরকে এই ধরনের অপরাধের কেন্দ্র হওয়া থেকে রক্ষা করতেই পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থা এবং আর্থিক গোয়েন্দা ইউনিট একসঙ্গে কাজ করবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81