02/23/2025
অনলাইন ডেস্ক: | Published: 2023-09-13 23:29:25
খুব শিগগিরই ডিজিটাল ক্ষুদ্র ঋণ কর্মসূচি চালু করবে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার বলেন, আমাদের সব গ্রাহকদের জন্যই কোনো না কোনো স্কিম আমরা তৈরি করেছি। খুব শিগগিরই আমরা ডিজিটাল ন্যানো লোনে (ডিজিটাল ক্ষুদ্র ঋণ) চলে যাবো। এটা নিয়ে কাজ চলছে।
আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘এনবিএফআই সংযোগ ২০২৩’ শীর্ষক আয়োজনে এ তথ্য জানান খাজা শাহরিয়ার।
বণিক বার্তা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) সংগঠন বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) আয়োজন করেছে এ সংযোগের।
ডিজিটাল ক্ষুদ্র ঋণ হলো মোবাইল ফোনের মাধ্যমে দেয়া ঋণ কর্মসূচি। এ ঋণের জন্য আবেদন করতে কোনো নথিপত্রের দরকার হয় না। যার অপর নাম ইলেক্ট্রনিক্স লোন বা ই-লোন। মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে ঋণ পাওয়া যায়। এ ঋণ ডিজিটাল ক্ষুদ্র ঋণ হিসেবে পরিচিত।
খাজা শাহরিয়ার বলেন, আমাদের উপস্থিতি শুধুমাত্র এসএমইতে আছে তা নয়, এসএমইতে আমাদের ফোকাস সবচেয়ে বেশি। এর বাইরে আমরা রিটেইল, হোম লোন, পারসোনাল লোনেও সর্বোচ্চ কাজ করছি। এমনকি আমাদের ক্রেডিট কার্ডও আছে। করপোরেট ফাইন্যান্সিংয়েও আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছি। বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্সিং স্কিম থাকায় নারী উদ্যোক্তাদের জন্য আমরা আকর্ষণীয় হারে ঋণ প্রদান করতে পারছি। একটি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যেখানে যেখানে উপস্থিতি থাকা দরকার, সেখানে সেখানে আমাদের উপস্থিতি রয়েছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81