02/26/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2023-10-29 12:29:10
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।
এর আগে মির্জা ফখরুলকে তুলে নিতে তার বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছিল বলে দাবি করেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
রোববার সকাল ৯টা ৩০ মিনিটে তাকে ডিবি পুলিশ বাসা থেকে তুলে নিয়ে যায়।
এর আগে গতকাল ২৮ অক্টোবর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করে দলটি। কিন্তু মহাসমাবেশ শুরুর আগেই বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন জায়গায় পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে এবং ঢাকার বিভিন্ন স্থানে সহিংস তৎপরতা চলায়।
তারা রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল চত্বরে ঢুকে সাতটি গাড়ি আগুনে পুড়িয়ে দেয়, প্রধান বিচারপতির বসভবনে হামলা চালায়। এছাড়া বিভিন্ন জায়গায় বাস ভাংচুর এবং বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হামলায় একজন পুলিশ সদস্য নিহতের ঘটনাও ঘটে।
এমন পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল মহাসমাবেশ স্থগিত করে হরতালের ঘোষণা দিয়ে সভাস্থল ত্যাগ করেন।
এরপর বিএনপির এসব সহিংসতার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করে এবং সিনিয়র নেতারা গ্রেফতার হতে পারেন বলে গতকাল একাধিক গনমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81