02/26/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2023-10-31 10:12:26
বিএনপিসহ সমমাননা বিরোধীদলগুলোর ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন আজ।অবরোধের প্রথম দিন সকাল থেকে ঢাকায় বিভিন্ন জায়গায় যান চলাচল প্রায় স্বাভাবিক দেখা গেছে।
সকাল সাতটা থেকে ৮টা পর্যন্ত রাজধানীর গ্রিন রোড, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, নাবিস্কো, পান্থপথ, কলাবাগান, কারওয়ান বাজার, খিলক্ষেত, মিরপুর, শেওড়াপাড়া, খেজুরবাগান এলাকায় বাস চলাচল ছিল প্রায় অন্যান্য দিনের মতোই।
যাত্রী নেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন গন্তব্যের বাসগুলোকে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অফিস টাইম হওয়ায় প্রত্যেকটা বাস যাত্রীপূর্ণ। এছাড়া ভাড়ায়চালিত মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশাও চলাচল করছে। কোনো রকম বিশৃঙ্খলার খবর এখনও পাওয়া যায়নি।
তবে বিএনপির অবরোধ শুরুর আগের রাতে চট্টগ্রাম ও গাজীপুরে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় কেউ কেউ হতাহত হননি।
অবরোধে যেকোন ধরণের নাশকতা ঠেকাতে এরইমধ্যে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। মাঠে নেমেছে বিজিবিও। সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় টহল দিচ্ছেন তারা।
এদিকে, বিরোধীদলের অবরোধ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের শান্তি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে ব্যাপক ভাবে শান্তি সমাবেশ করতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত হরতাল, অবরোধ ও সমাবেশের নামে যাতে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি সাধন, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং ধ্বংসাত্মক অপতৎপরতা ও কোনো ধরনের সন্ত্রাস সৃষ্টি করতে না পারে সেজন্য জনগণকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের সর্বাত্মক সতর্ক অবস্থানে থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানানো যাচ্ছে।
সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্য দল ও জোটগুলো বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে। আজ থেকে টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামীও।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81