02/26/2025
অনলাইন ডেস্ক: | Published: 2023-11-01 13:17:40
বিএনপি-জামায়াতের তিন দিনের সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাস্তায় যান চলাচল বেড়েছে। একইসঙ্গে রাস্তায় বেড়েছে অফিসগামী মানুষের যাতায়াত।
বুধবার (১ নভেম্বর) সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েন্সল্যাব, শাহবাগ, বাংলামোটর, রায়েরবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গতকাল মঙ্গলবারের (৩১ অক্টোবর) চেয়ে এদিন বেশি গাড়ি চলাচল করছে। যানবাহন সংকটে মানুষ ভোগান্তিতে পড়েছে এমন চিত্র দেখা যায়নি।
এসব স্থানে দেখা গেছে, যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে সতর্কাবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, মিনিবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকার চলাচল করতে দেখা গেছে।
বুধবার গাড়ির চাপ বাড়ার কারণে যাত্রাবাড়ী চৌরাস্তায় যানজটও দেখা গেছে। চৌরাস্তায় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মফিজার রহমান বলেন, আজ গাড়ি অনেক বেশি। সিগন্যাল দেওয়া লাগছে, নইলে জ্যাম বেঁধে যাচ্ছে।
অন্যদিকে সকাল ৮টায় সায়েন্সল্যাব ও নিউমার্কেট এলাকায় দেখা যায়, রাস্তায় একের পর এক গাড়ি চলছে। অফিসগামী মানুষের সংখ্যাই বেশি। যে গাড়িগুলো রাস্তায় চলাচল করছে তাতেও ভিড় নেই৷ কোনো রকম সিগন্যাল ছাড়াই মোড়গুলো পার হয়ে যাচ্ছে গাড়ি।
সায়েন্সল্যাব মোড়ে কথা হয় বিকাশ পরিবহনের চালক মফিজের সঙ্গে। তিনি বলেন, গতকাল ভয়ে গাড়ি নামাইনি। তবে তেমন কিছু না হওয়ায় আজ গাড়ি নামিয়েছি।
অন্যান্য সাধারণ দিনে যেমন ভিড় হয়, আজ তেমন কোনো ভিড় দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন এ চালক।
আজিমপুর-গাজীপুর রুটে সড়কে চলাচলকারী ভিআইপি গাড়ির চালক বারেক হোসেন বলেন, গতকাল মাত্র এক ট্রিপ দিয়েছি। আজ রাস্তায় পুলিশ দেখলাম। ঝামেলা হইবো না মনে হয়, আজকে বেশি ট্রিপ মারবো।
সায়েন্সল্যাব মোড়ে বাসের জন্য অপেক্ষায় থাকা রাজিন রায় বলেন, আমি ধানমন্ডি টালি অফিসে থাকি। গতকালের অবরোধে গাড়ি পেতে সমস্যা হলেও আজকে গাড়ি আছে রাস্তায়।
এদিকে মঙ্গলবারের মতো এদিনও সড়কে ব্যক্তিগত যান, মোটরসাইকেল ও রিকশার চলাচল বেশি দেখা গেছে। সায়েন্সল্যাব এলাকার রিকশাচালক শহিদুল বলেন, আমরা গরিব মানুষ। রিকশা চালাইয়া রোজগার কইরা খাই। অবরোধ হইলেও রিকশা চালান লাগে। ভাড়া অনেক সময় ১০-২০ টাকা বেশি চাই, দিতে চায় না সবাই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলমান। এজন্য ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের সামনে পরীক্ষার্থীদের ভিড় দেখা গেছে।
সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অনেকেই সকাল ৭টার পর থেকে কেন্দ্রের সামনে আসতে শুরু করেন।
ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের পরীক্ষা চলছে। রাস্তায় সমস্যা হতে পারে সে আশঙ্কা থেকেই আগে আগে চলে এসেছি।
এছাড়া বাড্ডা, রামপুরা ও বিমানবন্দর সড়ক ঘুরে দেখা গেছে, এসময় রাস্তায় গাড়ির যে বাড়তি চাপ থাকে, তা নেই। তবে রাস্তায় লোকজনের উপস্থিতি গতকালের (মঙ্গলবার) তুলনায় কিছুটা বেড়েছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81