02/26/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2023-11-04 11:16:54
উত্তরা থেকে মতিঝিলের এমআরটি লাইন-৬ উদ্বোধনের দিনে আরও একটি চমক অপেক্ষা করছে দেশবাসীর জন্য।
শনিবার (৪ নভেম্বর) একইসঙ্গে এমআরটি লাইন-৫ হেমায়েতপুর-ভাটারা রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকার যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন এনে মেট্রোরেলের সুবিধায় সব প্রান্তকে সংযুক্ত করতে পরিকল্পনা নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এমআরটি লাইন-৫ এর প্রাথমিক বিস্তৃতি হবে হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান।
শনিবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অংশের নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর আগে আগারগাঁও স্টেশনে আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল চলাচলের উদ্বোধন করবেন তিনি।
উদ্বোধন শেষে মেট্রোরেলে চড়ে তিনি মতিঝিল আসবেন। সেখানে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81