02/27/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2023-12-20 12:53:53
দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট থেকে বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠের জনসভায় বক্তৃতা দেবেন।
তিনি বিমানের একটি ফ্লাইটে বুধবার বেলা ১১টা ৪০মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৬০১ ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছান।
সেখান থেকে জিয়ারতের জন্য হযরত শাহজালাল (রহ.) মাজারে রওনা হন। সেখান থেকে শাহপরানের (রহ.) মাজারে গিয়ে জিয়ারত করবেন।
এরপর সিলেট সার্কিট হাউসে বিশ্রাম ও মধ্যাহ্নভোজ শেষে বিকাল ৩টার মধ্যে ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠের নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81