02/27/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2023-12-30 13:33:33
গোপালগঞ্জের সমাবেশ শেষে মাদারীপুরের কালকিনি (মাদারীপুর-৩) জনসভায় যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যার প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় কালকিনির সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠের মঞ্চে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের কালকিনিতে শেখ হাসিনার আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছে। নেতাকর্মীসহ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে কাছ থেকে এক নজর দেখার জন্য অপেক্ষায় আছেন। পাশাপাশি শুধু কালকিনি নয়, পুরো জেলাজুড়েই অবস্থান করছে আইনশৃংখলা বাহিনী।
জানা যায়, এই আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ। তিনি স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অপর শক্তিশালী প্রার্থী আছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোসা. তাহমিনা বেগম।
কালকিনির জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার বোন শেখ রেহানা উপস্থিত থাকবেন। জনসভায় সভাপতিত্ব করবেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ। এছাড়াও উপস্থাপনা করবেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন।
কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেন গণমাধ্যমকে বলেন, আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ। এখন আমরা প্রধানমন্ত্রীর অপেক্ষায় আছি। তাছাড়া সকাল থেকেই জনসভায় অংশ নেওয়ার জন্য বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।
মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সাদা পোশাকের পাশাপাশি থানা পুলিশ, জেলা পুলিশ নিরাপত্তার জন্য প্রস্তুত আছে। এছাড়াও প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তায় অন্যান্য বাহিনীর সদস্যরাও কাজ করবেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81