02/27/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-01-01 21:53:30
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে নৌকায় ভোট দিবেন। ভোট দেয়ার মাধ্যমে বিএনপি জামায়াতকে উপযুক্ত জবাব দিবেন। দেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না।
সোমবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কলাবাগান মাঠে জনসভায় তিনি একথা বলেন।
বিকেল সোয়া ৩টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় পৌঁছান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, আমার একমাত্র শক্তির উৎস হলো বাংলাদেশের জনগণ। তাদের জন্য আমরা আমার বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি। গোলা-বারুদ, বোমা, গ্রেনেড হামলা কোনো কিছুই আমাকে বাধা দিতে পারেনি।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাসী। আওয়ামী লীগ ভোটে বিশ্বাসী। আমরাই ভোটাধিকারের জন্য লড়াই করেছি। জিয়াউর রহমান যখন ভোট চুরির জন্য হ্যাঁ না ভোট করেছিলেন, আওয়ামী লীগ তখন জনগণের ভোটের অধিকার ফিরে দিয়েছে।
তিনি বলেন, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব এই স্লোগানটিও আমাদের দেয়া। আমরাই জনগণের হাতে ভোটাধিকার এনে দিয়েছি।
আমরা মানুষের হৃদয় জয় করে তাদের ভোট পাই, চুরির প্রয়োজন হয় না। তারা (জিয়া-এরশাদ) ভোট চুরি করে, এটা আমার কথা না। হাইকোর্টের রায় আছে— জিয়ার ক্ষমতা দখল অবৈধ, এরশাদের ক্ষমতা দখল অবৈধ।
৭৫ এর পর ক্ষমতায় এসে মানুষের ভাগ্য আর দেশ নিয়ে ছিনিমিলি খেলা হয়েছে। জ্বালাও-পোড়াও আর অগ্নিসন্ত্রাসের গুণ আছে বিএনপির। আর কিছু পারে না। লন্ডনের জুয়ার টাকায় দেশে অগ্নিসন্ত্রাস করে তারেক জিয়া।
শেখ হাসিনা বলেন, ‘২০১৩-১৪ সালে আগুনে মানুষ পুড়িয়েছে, কিন্তু নির্বাচন ঠেকাতে পারেনি। ২০১৮ সালে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছে। তারেক জিয়া দেয় নমিনেশন, গুলশান থেকে ফখরুল দেয় নমিনেশন, পল্টন অফিস থেকে রিজভী দেয়। ওইভাবে নমিনেশন বিক্রির ফলে তাদের নির্বাচন ভেস্তে যায়। দোষ দেয় আমাদের ওপর। ’
আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘অথচ আওয়ামী লীগ ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে। ভোট ও ভাতের অধিকারের জন্য আমাদের নেতাকর্মীরা অত্যাচার সয়েছে, জেলে খেটেছে। এখন আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে স্বাধীন করে দিয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা ঘিরে যেসব নদী আছে, সেগুলো ঘিরে নানা পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য দেশকে উন্নত করা। একটা দেশের মানুষের যে ধরনের কল্যান প্রয়োজন, আ.লীগ তা করে। দলটি ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। বিএনপি ক্ষমতায় থাকলে লুটপাট করে খায়। অনেক বুদ্ধিজীবীরা নানা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে, তাদের জবাব দিবো।
ভোট চুরি করতে পারবে না দেখেই বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন বন্ধ করবে এত সাহস তাদের নাই, তারা পারবে না। বিএনপি জামায়াত দেশের সর্বনাশ করতে চায়, তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে, যোগ করেন শেখ হাসিনা।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81