02/27/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-01-07 12:50:19
সকাল ৮টা থেকেই বিপুল উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। এরই মধ্যে দেশি-বিদেশি অনেক পর্যবেক্ষক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কাছ থেকে পর্যবেক্ষণ করছেন।
ইউরোপিয়ান-বাংলাদেশ ইকোনমিক ফোরাম যুক্তরাজ্য কমিউনিকেশনের ডিরেক্টর ক্রিস্টোফার জন ব্ল্যাকবার্নও এদের মধ্যে একজন।
রোববার (৭ জানুয়ারি) সরকারি তিতুমীর কলেজ কেন্দ্রে ভোট পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদেশি এই পর্যবেক্ষক।
ক্রিস্টোফার বলেন, এটাই আমার প্রথম পর্যবেক্ষণ কেন্দ্র ছিল। সারাদিন বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ভোট পর্যবেক্ষণ করব। সারাদিন একটা ব্যস্ত সময় যাবে। এখানে এসে স্বল্প সংখ্যক ভোটার দেখেছি।
তিনি আরও বলেন, এখানে ভোটারদের ভোটকেন্দ্রে আসা দেখেছি। ভোটারদের ভোট দিতে যাওয়া পর্যন্ত দেখছি। ভোটের পদ্ধতি দেখে ভালো মনে হয়েছে।
এ সময় ক্রিস্টোফারের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের আলেক্সান্ডার বার্টন গ্রে, জাপানের ইওশিহিরো আইড প্রমুখ।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবারের এই নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে। কড়া নজরদারি গোয়েন্দাদের।
একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি।
আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81