02/27/2025
সামিউর রহমান লিপু | Published: 2024-01-08 03:16:00
ঢাকা-১১ আসনে নৌকা প্রতীক নিয়ে সবকটি কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে জয়লাভ করেছেন ওয়াকিল উদ্দিন।
রবিবার রাতে বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানান।
ওয়াকিল উদ্দিন ৮৩ হাজার ৮৮৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শামিম আহমেদ দুই হাজার ৭৪৭ ভোট পেয়েছেন।
এছাড়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির ফারাহ নাজ হক চৌধুরী ৮৫২, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মিজানুর রহমান ৪৪৭, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মিজানুর রহমান ৪৬৩, গণফ্রন্টের প্রার্থী শেখ মুস্তাফিজুর রহমান ৩২৫, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সাদিকুন্নাহার খান ১৫৫, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের হোসেন আহমেদ আশিক এক হাজার ১২২ ভোট পেয়েছেন।
এই আসনে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯২ হাজার ৮৩টি। বৈধ ভোট ৮৯ হাজার ৯৯৬টি। ২১ দশমিক ৫৯ শতাংশ ভোট পড়েছে আসনটিতে।
ঢাকা-১১ আসনটি রাজধানীর পুরো বাড্ডা থানা ও ভাটারা থানার বেরাইদ, ভাটারা ও সাঁতারকুল ইউনিয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত।
উৎসব মুখর পরিবেশে এই আসনে ভোট হয়। সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন।
সকালে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও সময় যত গড়িয়েছে, প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতিও তত বেড়েছে।
নাশকতার আশংকা থাকা সত্বেও ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে আসা যাওয়া এবং ভোট প্রদানে বিন্দুমাত্র হয়রানি রোধে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের কেন্দ্রভিত্তিক সক্রিয় অংশগ্রহন ছিল চোখে পড়ার মত।
প্রায় প্রতিটি কেন্দ্রেই আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি এই আসনের ভোটারদের উদ্ভুদ্ধ করেছে ভোট প্রদানে।
প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে স্বল্প সময়েই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করতে পারায় বাজিমাত করেছেন মো: ওয়াকিল উদ্দিন।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওয়াকিল উদ্দিন বলেন, 'আমি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবসময় মানুষের পাশে ছিলাম। আজীবন থাকবো। আমার এই আসনের মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনাই আমাকে শক্তি যুগিয়েছে এগিয়ে যেতে। শেখ হাসিনা সারা বাংলাদেশে যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, ভোটারদের মধ্যে তার প্রতিফলন ছিল দৃশ্যমান। নৌকার প্রচারণায় স্বতস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করেছে।'
এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ‘এলাকায় চলমান অনেক সমস্যা রয়েছে। খেলার মাঠ, রাস্তাঘাট, কমিউনিটি সেন্টার সংস্কার করার জন্য এখন ব্যাপকভাবে উদ্যোগ গ্রহণ করবো। সবাইকে নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।'
তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও বিশেষ করে পোশাক শ্রমিকরা আমাকে নির্বাচনে জয়লাভে সর্বাত্মক সহযোগিতা করেছেন। আমি তাদের যেকোনো যৌক্তিক দাবি-দাওয়া আদায়ে সাহায্য করবো।’
তার বিজয় লাভের খবরে ঢাকা-১১ নির্বাচনী এলাকায় বিজয়ের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বাঁধভাঙা আনন্দে মেতে ওঠেন দলীয় নেতাকর্মী, ভোটারসহ এলাকাবাসী। ফুল নিয়ে শুভেচ্ছা জানাতে আসেন এলাকার সর্বস্তরের নানা শ্রেণি-পেশার মানুষ।
গণমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন রাজনীতির পাশাপাশি একজন সফল ব্যবসায়ী। তিনি বারিধারা কর্পোরেশন লিমিটেড ও বারিধারা অ্যাগ্রো অ্যান্ড ফুড প্রসেসিং লিমিটেড এর চেয়ারম্যান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি দেশের সেরা আবাসন কোম্পানি স্বদেশ প্রোপার্টিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81