02/27/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-01-08 14:58:01
ইজিবাইক চালিয়ে ৫ শতাধিক ভোটার কেন্দ্রে এনেছেন রফিকুল ইসলাম কাকন নামের এক পৌর কাউন্সিলর। বরগুনার পাথরঘাটা কলেজ কেন্দ্রে গতকাল এ ঘটনা ঘটে।
৭ জানুয়ারি সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরুর আগে থেকেই যানবাহন বন্ধ থাকায় ভোটারদের সুবিধার্থে কাউন্সিলর নিজেই ইজিবাইক চালিয়ে ভোটারদের নিয়ে আসেন কেন্দ্রে।
ভোটারের সুবিধার্থে বিকল্প বাহন ব্যবহার করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তিনি। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার ভোটারসহ সাধারণ জনগণ।
কাউন্সিলরের ইজিবাইকে চড়ে ভোট কেন্দ্রে আসা ৮৫ বছরের বৃদ্ধ নিতাই চন্দ্র বলেন, আমি দীর্ঘদিন ধরে প্যারালাইসিস। অন্যের সাহায্যে হাঁটাচলা করতে হয়। আমাকে ভ্যানে কেন্দ্রে না নিয়ে এলে ভোট দিতে পারতাম না।
অবসরপ্রাপ্ত শিক্ষক জগদীশ বলেন, দীর্ঘদিন ধরে আমি অসুস্থ। একা হাঁটতে পারছি না। এ বছর ভোট দিতে পারব ভাবতেই পারিনি। কাউন্সিলর নিজেই বাড়িতে গিয়ে আমাকে কেন্দ্রে নিয়ে আসে।
অপর ভোটার ব্যারিস্টার হাছছানা সবুর তিয়াশা বলেন, আমি সত্যিই আবেগাপ্লুত এমন উদ্যোগে। নেতা তো এমনই হওয়া উচিৎ। নির্বাচনের দিন যানবাহন বন্ধ সেখানে বিকল্প ব্যবস্থা ভ্যানে করে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা ভোটারদের জন্য সুবিধা হয়েছে। আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ। কাউন্সিলরের কাছ থেকে অনেকের শেখা উচিৎ জনসেবা কিভাবে করতে৷ হয়।
রফিকুল ইসলাম কাকন বলেন, আমার ওয়ার্ডের অধিকাংশ ভোটার বয়স্ক। তাই আমি ইজিবাইক চালিয়ে ভোটারদের কেন্দ্রে এনেছি এবং বাড়ি পৌঁছে দিয়েছি। ৫০০-এর বেশি ভোটার আনতে সক্ষম হয়েছি।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81