02/27/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-01-09 13:01:17
মাদারীপুর-১ (শিবচর) আসনে সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
মোট ১০২টি ভোটকেন্দ্রে ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি।
নূর-ই-আলম চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মো. মোতাহার হোসেন সিদ্দিকী পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট। এছাড়া বাংলাদেশ তরীকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের মো. তোফাজ্জেল হোসেন খান পেয়েছেন ১ হাজার ৩৪ ভোট।
রোববার রাত সাড়ে নয়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান এই ফলাফল ঘোষণা করেন।
সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, সংসদীয় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এবার শিবচরে আরও চমকপ্রদ উন্নয়ন হবে।
তিনি বলেন, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড়।
এসময় চিফ হুইপ বলেন, শিবচরের মানুষ আমাকে টানা সাতবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। এবার সবচেয়ে বেশি ভোটে আমাকে নির্বাচিত করেছেন।
আমার ওপর মানুষ আস্থা রেখেছেন, তারা আমাকে ভালোবাসেন। আমার বাবাকেও তিনবার নির্বাচিত করেছিলেন শিবচরের মানুষ।
সবাই মিলে এবার যেভাবে আমাকে ভোট দিয়েছেন আমি ঋণী ও কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমি চেষ্টা করবো আগে যেভাবে উন্নয়ন করেছি, সেভাবে কাজ করার। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হওয়ায় শিবচরের উন্নয়ন আরও চমকপদ্র হবে!
রোববার রাতে সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী একথা বলেন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত মাদারীপুর-১ আসনের শিবচর উপজেলায় ভোটকেন্দ্র আছে ১০২টি।
রোববার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল চারটায়।
শিবচর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন, ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন নারী ভোটার এবং হিজড়া ভোটার ৩ জন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81