02/27/2025
বিশেষ প্রতিবেদক | Published: 2024-01-10 01:38:24
আগামী বৃহস্পতিবার টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নেবে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়।
ইতোমধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হচ্ছে। আগামীকাল সংসদ সদস্যরা শপথগ্রহণ করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার থেকে নতুন সরকারের অভিযাত্রা শুরু হবে।
নানা রকম সঙ্কট এবং ক্রান্তিকালের মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করছে। নতুন সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এই চ্যালেঞ্জগুলোর মধ্যে যে চ্যালেঞ্জগুলো সবচেয়ে বেশি আলোচিত সেগুলো হল;
কূটনৈতিক চ্যালেঞ্জ
ইতোমধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বলেছে যে, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু হয়নি। নির্বাচন নিয়ে তাদের এই মনোভাবের প্রেক্ষিতে আন্তর্জাতিক প্রেক্ষাপটে মেরুকরণ হয়েছে। এখানে এক জোরদার কূটনীতি দরকার।
বিএনপি-জামায়াতসহ বিরোধী পক্ষ এই নির্বাচন নিয়ে জলঘোলা করতে চাইবে। তারা আন্তর্জাতিক মহলে লবিস্টও নিযুক্ত করেছে। এরকম পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে কূটনৈতিক তৎপরতা জোরদার করা।
ইতোমধ্যে ভারত, রাশিয়া, চীন এই নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। এ রকম পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন নতুন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অর্থনৈতিক পুনরুদ্ধার
অর্থনীতি একটি সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৬ বিলিয়ন ডলারের নিচে। বিদায়ী অর্থমন্ত্রী বলেছেন যে আইএমএফের শর্ত অনুযায়ী রিজার্ভ বাড়ানো সম্ভব নয়। ঋণ খেলাপির অবস্থা ভালো নয়। আর্থিক খাতের সব সূচকই এখন একটি দৈন্য দশা বিরাজ করছে।
এরকম অবস্থায় নতুন সরকারের একটা বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতি পুনরুদ্ধার কর্মসূচি। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি কমানো সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা না করতে পারলে সরকারের জন্য পরিস্থিতি কঠিন হয়ে যেতে পারে বলে কেউ কেউ মনে করছেন।
রাজনৈতিক উত্তাপ নিরসন
বিএনপি এখন পর্যন্ত এই নির্বাচনকে মেনে নেননি। তারা নির্বাচনের বিরুদ্ধে এবং নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে সেটা বলাই বাহুল্য। এই আন্দোলনে তারা কতটুকু সফল হতে পারে সেটি পরের বিষয়। কিন্তু বিএনপির আন্দোলন মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। সংগঠন এবং দলকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুন সরকারের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসবে বলে ধারণা করা হচ্ছে।
দ্রব্যমূল্য পরিস্থিতি
দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা এবং অস্বস্তি কাজ করছে। নতুন সরকারের অন্যতম প্রধান কাজ হবে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব দ্রব্যমূল্য পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনা। দ্রব্যমূল্য পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, সেক্ষেত্রে মানুষের মধ্যে অসন্তোষ প্রকাশ্য রূপ নিতে পারে বলেও মনে করছেন কোনো কোনো মহল।
আর দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাকে সরকারের অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
দুর্নীতি প্রতিরোধ
নতুন সরকারের বড় চ্যালেঞ্জ হল দুর্নীতি প্রতিরোধ করা। দুর্নীতির লাগামহীন অবস্থা সারা দেশের মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা সৃষ্টি করছে।
ইতোমধ্যে আওয়ামী লীগ তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি ঘোষণা করেছে। তাই দুর্নীতি প্রতিরোধে নতুন সরকারকে প্রথম দিন থেকেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মোটা দাগের এই পাঁচটি চ্যালেঞ্জ মোকাবেলা করলেই নতুন সরকার জনআস্থা অর্জন করতে পারবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81