02/27/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-01-12 13:14:32
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুঁজিবাজার–সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্য থেকে শপথ গ্রহণের মাধ্যমে গতকাল তিনজন আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। বাকি ১২ জন সংসদ সদস্য।
তাঁরা হলেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস এইচআর সিকিউরিটিজের পরিচালক সাবের হোসেন চৌধুরী, এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান এবং ডিএসইর সাবেক সভাপতি ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার এ তিনজন শপথ নেন।
তাঁদের মধ্যে সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং আবদুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর আহসানুল ইসলাম পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।
এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পুনর্নির্বাচিত হয়েছেন সালমান এফ রহমান। তিনি ব্রোকারেজ হাউস বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান ও শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান।
অন্যান্য সংসদ সদস্যরা হচ্ছেন, বিডি সানলাইফ সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও হা–মীম গ্রুপের এমডি এ কে আজাদ, ট্রেজারার সিকিউরিটিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজের এমডি মো. সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজের এমডি মো. আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজের পরিচালক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আরএকে ক্যাপিটালের পরিচালক এস এ কে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের এমডি আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইনস্যুরেন্স সিকিউরিটিজের পরিচালক এইচ এম ইব্রাহিম ও মোনার্ক হোল্ডিংসের পরিচালক ও ক্রিকেটার সাকিব আল হাসান।
এর মধ্যে সাকিব আল হাসান পুঁজিবাজার বিষয়ক শিক্ষা কার্যক্রমের দূত হিসেবেও কাজ করেছেন।
এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দেশের পুঁজিবাজারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদেরকে অভিনন্দন জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।
ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এক বার্তায় প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানান। ডিএসই থেকে পাঠানো এক৷ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমাদের গর্ব ও অহঙ্কার, অর্থনীতির চালিকাশক্তি দেশের পুঁজিবাজারে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ১৪ জন সুপরিচিত ও স্বনামধন্য ব্যক্তি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন৷
তিনি আরও বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পুঁজিবাজারের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তারা আগামী দিনগুলোতে পুঁজিবাজারের উন্নয়নে অধিকতর ভূমিকা রাখবেন৷ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুঁজিবাজারবান্ধব ব্যক্তিত্ব৷ পুঁজিবাজারে হাত বাড়িয়ে দিয়েছেন, ভবিষ্যতেও তার এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশা করি৷
তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, পুঁজিবাজারকে স্মার্ট পুঁজিবাজারে রূপান্তর করার জন্য আপনাদের বিচক্ষণ দিকনির্দেশনা ও উদ্ভাবনী চিন্তা-চেতনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা গেলে বাংলাদেশের পুঁজিবাজার এশিয়ার নেতৃস্থানীয় পুঁজিবাজারে পরিণত হবে বলে আমার বিশ্বাস৷
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81