02/26/2025
বিশেষ প্রতিবেদক | Published: 2024-02-07 21:32:24
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে গৃহায়ণ ও গনপূর্ত মন্ত্রনালয়। সরকারের ঘোষিত ১০০ দিনের কর্মসূচির শুরুতেই দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স নীতি' বাস্তবায়নে নীতিগতভাবে কঠোর হতে যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
দায়িত্বভার গ্রহনের প্রথমদিনেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী দুর্নীতির বিরুদ্ধে কড়া হুশিয়ারি দিয়েছেন। এমনকি সরকারের এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তরে একাধিক সভাতেও দুর্নীতিবাজ ও তেলবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে মন্ত্রী ও সচিবকে।
এবার দুর্নীতিমুক্ত মন্ত্রনালয় ও অধিদপ্তর পরিচালনার ছক আঁকছে সরকার। দুর্নীতিমুক্ত মন্ত্রনালয় ও অধিদপ্তর পরিচালনার ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙ্গে দেওয়ার কৌশল অবলম্বন করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহারেও বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।
একাধিক সূত্র এই বিষয়ে গনমাধ্যমকে নিশ্চিত করেছে। এনিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তা ও সিন্ডিকেটের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
মাননীয় প্রধানমন্ত্রীর “দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের দিকে এগোচ্ছে গণপূর্ত অধিদপ্তর। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার অধিদপ্তরকে ঢেলে সাজানোর এক মহাপরিকল্পনা হাতে নিয়েছেন বলে একাধিক সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে। এই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়ন করা হচ্ছে।
অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে সুপরিচিত গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী র. আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী তার দায়িত্বভার গ্রহন করার পর প্রথম দিবসেই তার মন্ত্রণালয় ও অধিদপ্তর সমূহে দুর্নীতি ও সিন্ডিকেট মুক্ত করার যে ঘোষণা দিয়েছেন তার প্রতিফলন ঘটতে যাচ্ছে।
অনেক মেধাবী প্রকৌশলীদের কম গুরুত্বপূর্ণ জায়গায় দীর্ঘদিন একটি শক্তিশালী সিন্ডিকেট আটকে রেখেছিল। যোগ্যতা থাকা সত্বেও ভালো জায়গায় বদলী করতে দেয়া হয়নি বিভিন্ন অজুহাতে।
রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ইতোমধ্যে একটি তালিকাও তৈরি করেছে বলে বিশ্বস্ত সূত্রে “দ্য ফিন্যান্স টুডে” নিশ্চিত হয়েছে।
সূত্র মতে, গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন যাবৎ গুরুত্বপূর্ণ পোস্টিং ও সিন্ডিকেটের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে প্রথমেই তাদের বদলী করা হচ্ছে।
এতে করে বর্তমানে সুযোগ এসেছে অপেক্ষাকৃত মেধাবী ও সৎ কর্মকর্তাদের উপযুক্ত জায়গায় বদলীর।
একাধিক সূত্র জানায়, ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলগুলোতে রিজার্ভে থাকা এসব কর্মকর্তাদের ঢাকায় বড় বড় প্রকল্পের দায়িত্বে নিয়ে আসা হচ্ছে।
এরই অংশ হিসেবে আজ ৩ দফায় প্রজ্ঞাপন জারি করে গনপূর্ত অধিদপ্তরের ৬ শীর্ষ কর্মকর্তাকে বদলি করা হয়েছে বিভিন্ন শাখায়।
গনপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আখতার স্বাক্ষরিত পৃথক ৩টি প্রজ্ঞাপনে এই বদলীর আদেশ জারি করা হয়েছে।
ঢাকা গনপূর্ত বিভাগ-২ এর ই/এম শাখার নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলমকে রাজশাহী গনপূর্ত বিভাগের ই/এম শাখার নির্বাহী প্রকৌশলী পদে বদলী করা হয়েছে।
ঢাকা গনপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম ফারুক চৌধুরীকে বাগেরহাট গনপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী পদে বদলী করা হয়েছে।
গনপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ) এ এস এম সানাউল্লাহকে ঢাকা গনপূর্ত বিভাগ-২ এ নির্বাহী প্রকৌশলী পদে বদলী করা হয়েছে। তিনি বর্তমানে প্রধান প্রকৌশলী শামীম আখতারের স্টাফ অফিসার পদে সংযুক্ত আছেন।
বান্দরবান গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মি চাকমাকে রাঙ্গামাটি গনপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী পদে বদলী করা হয়েছে।
রাজশাহী গনপূর্ত বিভাগের ই/এম শাখার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামানকে বরিশাল গনপূর্ত জোনের ই/এম শাখায় নির্বাহী প্রকৌশলী পদে বদলী করা হয়েছে।
বরিশাল গনপূর্ত জোনের ই/এম শাখার নির্বাহী প্রকৌশলী (রিজার্ভ) রাজু আহম্মেদকে ঢাকা গনপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী পদে বদলী করা হয়েছে।
এদিকে, দুর্নীতিপরায়ণ ও সিন্ডিকেটের সাথে ঘনিষ্ঠ এবং নামে বেনামে ঠিকাদারী ব্যবসায় সম্পৃক্ত রয়েছে এমন উল্লেখযোগ্য সংখ্যক প্রকৌশলীর আমলনামা ও অবৈধ সম্পদের তালিকাও “দ্য ফিন্যান্স টুডে” অনুসন্ধানে বেরিয়ে এসেছে। এই তালিকায় থাকা অনেকেই বর্তমানে চরম আতংকে দিন কাটাচ্ছেন।
বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে যে, আগামী দুই-একদিনের মধ্যেই আরো বড় ধরনের বদলির সম্ভাবনা রয়েছে গনপূর্ত অধিদপ্তরে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81