02/26/2025
বিশেষ প্রতিবেদক: | Published: 2024-03-09 18:11:47
ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসেব না মেলার কারনে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীদের জন্য খাদ্য সরবরাহের টেন্ডার ঝুলিয়ে রেখেছে হাসপাতালের উপ-পরিচালক মোঃ জাকিউল ইসলাম। সরকারের চলতি মেয়াদে স্বাস্থ্য খাতে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ডাঃ সামন্ত লাল সেন মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও সিন্ডিকেটের ঠিকাদারী ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। মন্ত্রী স্বাস্থ্য খাতে সুশৃংখলা ফিরিয়ে আনতে ব্যাপক উদ্যোগ করেছে। কিন্তু দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারীরা মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে অবস্থানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করেছে।
কেস স্টাডি:- ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীদের খাদ্য সরবরাহর জন্য ২০২৩-২৪ অর্থবছরের জন্য বিগত ২৫ অক্টোবর ২০২৩ ইং ই-জিপির মাধ্যমে টেন্ডার আহবান করে। উক্ত হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চলমান সিন্ডিকেটের প্রথা ভেঁঙে বিভিন্ন প্রতিষ্ঠান টেন্ডার এ অংশগ্রহণ করে।
একাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করার কারনে ঢাকা সহ বিভিন্ন এলাকার ঠিকাদারগন প্রতিযোগিতা মূলক মূল্য বিট করে। ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক পুরনো সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স হাশেম আলীর সাথে সখ্যতা গড়ে তোলে টেন্ডার এর কার্যাদেশ প্রদানে বিলম্ব করছে বলে একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
টেন্ডার আইডি নং- ৮৭৫২৩৪ উক্ত টেন্ডারের ৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উক্ত টেন্ডারটি হলো চাল, ডাল ও মসলা সমূহ। টেন্ডার পত্র পর্যালোচনা করে দেখা যায় যে
(১) মেসার্স আফরোজা এন্টারপ্রাইজ- ২৮৫৩৬৬২১.৫৫০
(২) ইসলাম ট্রেডার্স - ৩০৯০৪১২৮.১৬০
(৩)মেসার্স হাসেম আলী - ৩,২১৮৬৮৯১.৯৫০
এখানে সর্বনিম্ন দরদাতা মেসার্স আফরোজা এন্টারপ্রাইজ।
টেন্ডার আইডি নং- ৮৭৫২৩৭, উক্ত টেন্ডারে সরবরাহকৃত মালামাল হলো ব্রেড এন্ড বিস্কুটস। উক্ত টেন্ডারের ৩টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করলেও সর্বনিম্ন দরদাতা হক ট্রেডার্স এর কাগজপত্র বাছাইয়ে বাদ পড়ে যায়।
উক্ত দরপত্রে অংশ গ্রহনকারী প্রতিষ্ঠান সমূহ হলো
(১)হক ট্রেডার্স - ১,৮৭১৯২,৬৯.৮৬৬
(২)আফরোজা এন্টারপ্রাইজ - ১৯৫৪৩৫৮৩.৮৬৬
(৩)রাজীব বেকারী - ২৪৬৪৯২৩০,১৩৪
হক ট্রডার্স এর কাগজ বাছাইয়ে বাদ পড়ে । সেক্ষেত্রে সর্বনিম্ন পরবর্তী দরদাতা আফরোজা এন্টারপ্রাইজ ।
টেন্ডার আইডি নং- ৮৭৫২৩৭, সরবরাহ ও পন্য সামগ্রী দুধ ও দুধ জাতীয় পন্য। উক্ত টেন্ডারে ৪টি প্রতিষ্ঠান অংশগ্রহন করে। অংশগ্রহনকারী প্রতিষ্ঠান সমূহ।
(১) আফরোজা এন্টারপ্রাইজ - ১৮৫০৫৯৪০.৭৬০
(২) মেসার্স হাসেম আলী - ৩৯৩৯৯৩৪০.৭৬০
(৩) হক ট্রেডার্স - ২০০২৯৩৪০.৭৬০
(৪) ইসলাম ট্রেডার্স -২১৫৯১১৪০.৭৬০
এখানে সর্বনিম্ন দরদাতা আফরোজা এন্টারপ্রাইজ। দরপত্র কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় যে দীর্ঘদিন যাবৎ হাসপাতালের খাদ্য সমগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান হাসেম আলী। তার সাথে সখ্যতা হাসপাতালের কর্মকর্তাদের। উক্ত হাসেম আলীকে কাজ পাইয়ে দেয়ার জন্য বর্তমান উপপরিচালক এর বড় অংকের একটা সমঝোতার কথা বলেন অংশগ্রহণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান ও অফিসের কিছু কর্মকর্তারা। আর এজন্যই তিনি দরপত্রের ওয়ার্ক অর্ডার সর্বনিম্ন দরদাকে দিতে গড়িমসি করছে। এখানে উল্লেখ্য যে এই দরপত্র গুলোর মেয়াদ শেষ হয়ে যাবে ২৩- ২৪ অর্থবছরে অর্থাৎ জুন মাসে। বর্তমানে মার্চ মাস চলমান। এ ব্যাপারে কথা বলার জন্য দরপত্র মূল্যায়ন কমিটির চেয়ারম্যান জাকিউল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরে নাই।
একজন উপপরিচালকের ব্যক্তিগত চাওয়া পাওয়ার হিসেব না মেলার কারনে রোগীদের খাদ্য সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানান হাসপাতালের একাধিক কর্মকর্তা। তাহলে একটা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতিবাজ কর্মকর্তাদের বহাল রেখে কিভাবে স্বাস্থ্য সেবায় সুশাসন নিশ্চিত করবেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81