02/26/2025
অভয়নগর প্রতিনিধিঃ | Published: 2024-04-27 10:50:07
সুত্রে জানাযায় গত ২৫/০৪/২০২৪ইং তারিখ আনুমানিক ১০.০০ঘটিকার সময় নওয়াপাড়ার সন্ত্রাসী হামলার স্বীকার কলেজ ছাত্র এসএম সিফাতউল্লাহ। ঢাকার কমার্স কলেজের অধ্যায়ন রত সিফাতউল্লাহ ঈদ উপলক্ষে নিজ গ্রামের বাড়ি বেড়াতে যায়। হামলার দিন ২৫/০৪/২০২৪ তারিখ বিকাল ৩.০০ ঘটিকার সময় ঢাকায় রওয়ানা হওয়ার জন্য সকাল থেকে প্রস্তুতি নিচ্ছিলো। সকাল ১০ টার দিকে চুল কাটার উদ্দেশ্য বাসার বাইরে গেলে কলেজ সংলগ্ন স্থানে রাকিব ও সোহানের সাথে দেখা হয়। তৎমূহুর্তে একদল সন্ত্রাসী ৫/৬টি মোটরসাইকেল যোগে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মজুমদার(২৬) ও কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি আব্দুল-আল-নোমান (২৬) এর উপস্থিতিতে একদল সন্ত্রাসী মোঃ ইকরাম হোসেন(২৫),মোঃ ইখলাছ(২৪),মোঃ জহির(২৫),মোঃ শাহিন মোল্লা(২৫),মোঃ কাজল(২৫), মোঃ জীবন আলী(২৫),মোঃ জিহাদ (২৩) সহ অজ্ঞাত ৬/৭ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে রাকিবকে হত্যার উদ্দেশ্য মারতে আসলে রাকিব ও সোহান ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়,ঘটনাস্থলে দাড়িয়ে থাকা হামলার স্বীকার সিফাত উল্লাহ বিষয়টি বুঝে ওঠার আগেই ১নং ও ৮ নং আসামীর হুকুমে সন্ত্রাসী বাহিনী সিফাতের ওপর হামলা করে। সন্ত্রাসী দলের হাতে থাকা রাম দাও,চাপাতি,চাইনিজ কুড়াল,লোহার রড দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে খুন জখম করে। উক্ত ঘটনায় ডাক-চিৎকারে আশপাশের লোকজন হাজির হলে সিফাতকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে সন্ত্রাসীদল পালিয়ে যায়। ঘটনার প্রত্যাক্ষদর্শী এলাকার লোকজন আহত সিফাতকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।তাৎক্ষণিক সিফাতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরিক্ষা নিরীক্ষা শেষে অবস্থা মারাত্মক হওয়ায় চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেলের ডাক্তার চিকিৎসা দিতে অসম্মতি জানিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগে প্রেরণ করে। আহত সিফাত উল্লাহ আশংকা জনক অবস্থায় পঙ্গু হাসপাতালের অর্থপেডিক বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে ২৬/০৪/২০২৪ ইং তারিখ অভয়নগর থানায় একটি মামলা হয়, যার নং-৩০। থানার কর্তব্যরত অফিসার ইনচার্জ জানায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে। মামলার তদন্ত কর্মকর্তা জনাব মেহেদী হাসান জানায় উক্ত মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় তারা হত্যা চেষ্টায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে বলে প্রতিবেদককে জানায়।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81