02/24/2025
কূটনৈতিক প্রতিবেদক | Published: 2024-08-08 23:24:00
বাংলাদেশ কর্তৃপক্ষ শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে ভারত তাকে স্বাগত জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়শোয়াল আজ বৃহস্পতিবার বলেন, ‘আমরা আশা করি দ্রুত শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠা হবে। ’
তিনি এও জানান, বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশে অবস্থিত হাইকমিশনের প্রণয় ভার্মা উপস্থিত হবেন। ’
তিনি বলেন, নতুন সরকারের জন্য আমরা অপেক্ষা করছি। তবে আমাদের নীতি হলো আমরা বাংলাদেশের নাগরিকদের পক্ষে। তারপর এই বিষয়ে মন্তব্য করা হবে।
সংখ্যালঘুদের ভারতে আশ্রয় দেওয়া প্রসঙ্গে বলেন, ‘এটা বাংলাদেশ সরকারের দায়িত্ব। আশা করব তারা তাদের নাগরিকদের সুরক্ষা দেবেন। ’
তিনি জানান, বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলছে ভারত।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় সম্পর্কে তিনি বলেন, এই বিষয়ে যে নীতি নেওয়া হবে সেটা এখন বলার সময় নয়।
অন্য যেসব নেতা এসেছেন তারা নিজ দায়িত্ব নিয়ে ভবিষ্যৎ ঠিক করবেন। ভারত সরকার এই বিষয়ে কোনো দায়িত্ব নেবে না।
সংখ্যালঘুদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই মুখপত্র বলেন, রাষ্ট্রের দায়িত্ব নিজ নাগরিকদের সুরক্ষা দেওয়া। এই মুহূর্তে হাইকমিশন ছাড়া উপর দূতাবাসের জরুরি সেবায় নেই এমন কর্মীদের ফেরত আনা হয়েছে। বাংলাদেশ আমাদের নিকট প্রতিবেশী। এজন্য কামনা করি, দ্রুত সাভাবিক অবস্থা ফিরে আসবে।
এদিকে গতকাল পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন।
মুখপাত্র বলেন, বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে। তবে শেখ হাসিনার লন্ডন বাস নিয়ে তিনি কিছু বলেননি।
সরকারি সূত্রে বলা হয়, শেখ হাসিনা এবং শেখ রেহানা এখন ভারত সরকারের এক গোপন নিরাপদ আস্তানায় রয়েছেন। কাউকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না।
যুক্তরাষ্ট্র ও চীনের ভূমিকা প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘সমগ্র বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ’
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81