02/24/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2024-09-27 07:02:29
দেশব্যাপী যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু হওয়ার পর এবার মাদক নির্মূলে সারাদেশে বিশেষ অভিযান পরিচালনা করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ৮ জন মাদকের গডফাদারসহ ৭১ জন শীর্ষ মাদক কারবারি আটকসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সূত্র গণমাধ্যমগুলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, গত ২১ দিনে ৩ হাজার ৩৯৭ অভিযান পরিচালনা করে মোট ৮৪৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৮ জন গডফাদারসহ ৭১জন শীর্ষ মাদক কারবারি রয়েছেন। এই সময়ে মোট ৭৬২টি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে অভিযান পরিচালনাকালীন সময়ে ২ লাখ ২৭ হাজার ২৫৮ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৪০০ কেজি গাঁজা, ২.৬৬৫ কেজি হেরোইন, ১ কেজি আইস, ১ হাজার ৬৩০ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৭৮ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, বিয়ার- ১ হাজার ৫৪২ ক্যান, টাপেন্টাডল ট্যাবলেট ২ হাজার ৮০১ পিস, চোলাই মদ ১ হাজার ২২২ লিটার, ইনজেকশন ২ হাজার ৭৪২ অ্যাম্পুল, শটগান ১টি, গুলি ৯ রাউন্ড, বিভিন্ন যানবাহন ৯টি এবং নগদ অর্থ ১৭ লাখ ১৭ হাজার ৭৭০ উদ্ধার ও জব্দ করা হয়েছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81