11/05/2025
বিশেষ প্রতিবেদক | Published: 2024-11-06 17:20:38
আমানত হোসেন তালুকদার বিগত ফ্যাসিস্ট সরকারের অনুগত একজন প্রভাবশালী দখলদার ব্যবসায়ী। ব্যবসার আড়ালে ফ্যাসিস্ট আওয়ামীলীগ এর নাম, পদবী ব্যবহার করে ভূমি দখল, জাল দলিল, বিভিন্ন জনের নামে অজানা মিথ্যা মামলা, বেআইনিভাবে রাজউক এর নিয়ম ও নীতিমালাকে উপেক্ষা করে ইমারত নির্মাণ করে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।
আমানত হোসেন তালুকদার প্রভাবশালী পরিবারের সন্তান। তার পিতা মরহুম আবুল হোসেন তালুকদার ছিলেন খ্যাতিমান মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তার ভূমিকা অপরিসীম। মরহুম আবুল হোসেন দেশের পোশাক ও ট্যানারী শিল্পে অবদান রেখেছেন ও সত্তরের দশকে টেক্সটাইল ও ট্যানারী খাতে সফল শিল্পপতি হিসেবে পরিচিত পান। কিন্তু তার সন্তান আমানত তালুকদার নিজ পরিবারের ঐতিহ্য ও আওয়াফতমী শাসন আমলের প্রভাবকে কাজে লাগিয়ে হয়ে উঠেন বেপরোয়া। পিতার মৃত্যুর পর তিনি রাজনীতিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেন।
তিনি মূলত আবাসন খাতের একজন দুর্ধর্ষ ব্যবসায়ী যার রাজনৈতিক প্রভাবে সরকারি টেন্ডার, ভূমিদখল, অবৈধ বাণিজ্য ও আণ্ডারওয়ার্ল্ড এর ডনের ভূমিকায় অবতীর্ণ হন। তাকে ব্যবসায়ী না বলে দখলদার ও ভুমিদস্যু হিসেবে চিহ্নিত করা যায়। আওয়ামী সরকারের আমলে প্রভাবশালী আমলা, উর্ধ০বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের প্রশয় ই মূলত তার অবৈধ ও দখলদারি রাজত্ব কায়েম করতে সক্ষম হন। তিনি কখনো কখনও ব্যক্তিস্বার্থ হাসিল করতে ডিসি, এসপি, ইউএনও এমনকি প্রভাবশালী ব্যক্তিদের নাম ভাঙ্গাতেন।
আমানত হোসেনের বিরুদ্ধে ঢাকার আশেপাশে প্রায় ২৭টি ভূমি দখল করে রাখার প্রমান পাওয়া গেছে। নারায়নগঞ্জের সোনারগাঁও থেকে গাজীপুরের কোনাবাড়ি পর্যন্ত বহু জমির মালিক তার রাহুর গ্রাসে মানবেতর জীবন যাপন করছেন। কেউ তার বিরুদ্ধে মামলা করার সাহস পায় না।
অনুসন্ধানে জানা গেছে, আমানত হোসেন তালুকদার আদালতের মধ্যে এক শ্রেনীর অসাধু কোর্ট ইন্সপেক্টর ও আইনজীবীর মধ্যে গোপন চুক্তি করে কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি একাধিক ব্যক্তি ও পরিবারকে মিথ্যা মামলায় ভূমি জালিয়াতি করে নামিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এমনও অভিযোগ রয়েছে একটি প্লটের আদলে মালিককে বিদেশে থাকার সুযোগ মিথ্যা জমি প্লটের মালিক বানিয়ে নিজের নামে রেজিস্ট্রি করে নেন।
জানা গেছে দেশ ছেড়ে পালানো ও শরনার্থি আবেদন তার আরেক কৌশল। আমানত হোসেন তালুকদার তার স্ত্রী-সন্তানদের নিয়ে কানাডায় রয়েছেন এবং সেখানে রাজনৈতিক নিপীড়নেরন শিকার শিকার বলে আশ্রয় নিয়েছে। এটাকে অনেকে নিজের কুকীর্তি ঢাকার কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন।
ভুক্তভোগীদের দাবি, তাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করা হোক। আমানত হোসেনের মত দুর্নীতিবাজ লোকদের বিচার যেন দেশের মাটিতে হয়। এবং তার দখলে থাকা সমস্ত সম্পত্তি উদ্ধার করে ভুক্তভোগীদের মধ্যে ফেরত দেওয়ার দাবি উঠেছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81