02/23/2025
এফ টি রিপোর্ট | Published: 2024-11-24 14:31:32
বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন ও বৈষম্য বিরোধী নকল নবীশ দাবী আদায় পরিষদের উদ্যোগে ২৪ নভেম্বর ২০২৪ রোববার সকাল ১০ টা থেকে জাতীয় প্রেসক্লাব, ১৪ আব্দুল গনি রোড আইজিআর অফিস, ৪৪৬ তেজগাও রেজিস্ট্রেশন কমপ্লেক্স সহ সারাদেশে সকল অফিস শাখা সমূহে নকল নবীশদের চাকুরী জাতীয়করণের এক দফা দাবিতে ১ম দিনের আমরণ অনশন কর্মসূচি চলছে।
সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত ১৬ হাজার ২৪৬ জন এক্সট্রা মোহরার নকল নবীশদের জাতীয়করণের দাবিতে ১৯৮২ সাল হতে আন্দোলন চলছে। তারই ধারাবাহিকতায় এই দক্ষায় নকল নবীশদের লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে গত ২০ অক্টোবর ২৩ নভেম্বর পর্যন্ত টানা ৩৫ দিন জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে নকল নবীশরা। কিন্তু এরপরও দাবি আদায় না হওয়ায় বাধ্য হয়েই আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন তারা। স্বাধীনতা পরবর্তী সময়ে মহান জাতীয় সংসদ সহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ নকল নবীশদের চাকুরী জাতীয়করণের আওতায় আনার ঘোষণা দিয়েছিলেন। এরপর অনেক সরকারের পালাবদল ঘটলেও নকল নবীশদের দাবি-দাওয়া আজও পূরণ করেনি।
বিগত প্রতিটি সরকারকে নকল নবীশদের চাকুরী জাতীয়করণের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। একাধিকবার আশ্বাস দিলেও নকল নবীশদের দুঃখ-দুর্দশা লাঘব হয়নি। তাই বৈষম্য বিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা সাব-রেজিস্ট্রি অফিসে এক্সট্রা মোহরার/নকল নবীশদের চাকুরী জাতীয়করণের মাধ্যমে বৈষম্য দূর করার বর্তমান সরকারের কাছে আমার আকুল আবেদন ।
আজকের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ আল-আমিন সরকার, জাহাঙ্গীর আলম, এনামুল হাসান, মাসুদ রানা, রুবেল সহ কেন্দ্রীয়, বিভাগ, জেলা ও উপজেলার সর্বস্তরের নকল নবীশগণ ।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81