02/23/2025
বিশেষ প্রতিবেদক | Published: 2024-11-25 17:19:41
অদ্য ২৫ নভেম্বর, ২০২৪ তারিখ কুমিল্লা পলিকেনিক ইনস্টিটউটে “প্রবীণ জীবন স্বস্তিময় ও শান্তিপূর্ণ করতে তরুনদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রতকরণ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
ড.রাধেশ্যাম প্রণতি ফাউন্ডেশন ( ডিআরপি ফাউন্ডেশন) ও কুমিল্লা পলিকেনিক ইনস্টিটউট যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরপি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রাধেশ্যাম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাজী ফারুক আহমেদ, পরিচালক, কারিগরী শিক্ষা অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল।
তিনি সবার উদ্দেশ্যে বলেন প্রবীণদের সুরক্ষা, সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিতের জন্য সবার ভূমিকা আবশ্যিক। বিশেষ করে দেশের তরুনরা এগিয়ে এলে প্রবীণ-তরুনের মেলবন্ধনে সৃষ্টি হবে এক মানবিক সমাজ।
তিনি আরো বলেন, দেশের তরুন সমাজের নৈতিকতা ও মূল্যবোধ যত বেশী শক্তিশালী হবে প্রবীণ জীবন ততবেশী স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ হবে।
সেমিনারে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি আলোচনায় অংশ নিয়ে বলেন, বর্তমান সমাজে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাবে যে, তরুন সমাজের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম ক্রমবর্ধমানভাবে হ্রাস পাচ্ছে। তাই প্রবীণদের প্রতি যথাযথ সম্মান, মর্যাদা ও শ্রদ্ধাবোধ সৃষ্টি করা অত্যাবশ্যক।
তিনি ইনস্টিটিউটের পক্ষ থেকে সম্মানিত উপস্থাপনকে ব্যতিক্রম ধর্মী একটি বিষয়ে সেমিনার করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সেমিনারে বিভাগীয় প্রধানগণ, সম্মানিত শিক্ষক মন্ডলী, কর্মকর্তা, কর্মচারীসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ড.রাধেশ্যাম প্রণতি ফাউন্ডেশন (ডিআরপি ফাউন্ডেশন) সরকারের সোসাইটি আইনে নিবন্ধিতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81