02/23/2025
মোস্তফা কামাল আকন্দ | Published: 2024-12-03 20:28:16
আজ শরিয়তপুরস্থ সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে “প্রবীণ জীবন স্বস্তিময় ও শান্তিপূর্ণ করতে তরুনদের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রতকরণ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
ড. রাধেশ্যাম প্রণতি ফাউন্ডেশন ( ডিআরপি ফাউন্ডেশন) ও সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
অধ্যক্ষ প্রফেসর জনাব মো: ওয়াজেদ কামালের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিআরপি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রাধেশ্যাম সরকার।
তিনি সবার উদ্দেশ্যে বলেন প্রবীণদের সুরক্ষা, সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিতের জন্য সবার ভূমিকা আবশ্যিক। বিশেষ করে দেশের তরুনরা এগিয়ে এলে প্রবীণ-তরুনের মেলবন্ধনে সৃষ্টি হবে এক মানবিক সমাজ।
তিনি আরও বলেন, দেশের তরুন সমাজের নৈতিকতা ও মূল্যবোধ যত বেশী শক্তিশালী হবে প্রবীণ জীবন ততবেশী স্বস্তিদায়ক ও শান্তিপূর্ণ হবে।
সভাপতি মহোদয় আলোচনায় আলোচনায় অংশ নিয়ে বলেন, বর্তমান সমাজে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখলে দেখা যাবে যে, তরুন সমাজের নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম ক্রমবর্ধমানভাবে হ্রাস পাচ্ছে। তাই প্রবীণদের প্রতি যথাযথ সম্মান, মর্যাদা ও শ্রদ্ধাবোধ সৃষ্টি করা অত্যাবশ্যক।
তিনি ইনস্টিটিউটের পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী একটি বিষয়ে সেমিনার করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সেমিনারে বিভাগীয় প্রধানগণ, সম্মানিত শিক্ষক মন্ডলী, কর্মকর্তা, কর্মচারীসহ দুইশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ড.রাধেশ্যাম প্রণতি ফাউন্ডেশন (ডিআরপি ফাউন্ডেশন) সরকারের সোসাইটি আইনে নিবন্ধিতি একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81