02/23/2025
বিশেষ প্রতিবেদক | Published: 2024-12-13 07:51:14
জটিল পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছে না বেসরকারি খাতের সবচেয়ে বড় জীবন বীমা কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রখ্যাত অডিট ফার্ম একনাবিন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের অডিট রিপোর্টে ৩ হাজার ৬৮৭ কোটি টাকার দুর্নীতি উদঘাটিত হয়েছে। এছাড়াও দুর্নীতি দমন কমিশনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ৬৩৮ কোটি টাকার দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন রয়েছে।
বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পতিত স্বৈরাচারের দোসর আওয়ামী লীগের একাধিকবারের সাবেক এমপি হাফিজ আহমেদ মজুমদার এবং দুর্নীতিবাজ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের অবৈধ প্রভাবে তার ছেলে জিয়াদ রহমান, স্ত্রী সুরাইয়া রহমান, মেয়ে আনিকা রহমান, মেয়ে সাইকা রহমান ও মেয়ে আদিবা রহমান আইন বহির্ভূতভাবে নিজেদের ভুয়া উদ্যোক্তা পরিচালক দেখিয়ে কোম্পানিতে সীমাহীন দুর্নীতি করেন।
সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুর রহমানের পরিবারের সদস্যরা ভুয়া উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক হন।
অভিযোগ রয়েছে যে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোম্পানিটির মূলধারার উদ্যোক্তাদের হটিয়ে নিজেরাই পরিচালক পদ দখলে নিয়ে নেন।
সম্প্রতি বনানী থানায় দায়েরকৃত মামলা নং ৩৩ এর জামিনের জন্য আদিবা রহমানের পরিবারের সদস্যরা আদালতের শরণাপন্ন হন। আদালত মামলার প্রমাণাদি পর্যালোচনার পর তাদের জামিনের আবেদন নামঞ্জুর করেন।
এদিকে, জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর বনানী থানা কর্তৃপক্ষ আসামিদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। দায়ী ব্যক্তিদের বিদেশ যাত্রা বন্ধ করতে ইতিমধ্যে বিমানবন্দরে রেড অ্যালার্টও জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাইরে ধরতে চিরুনি অভিযান পরিচালনা করছে।
তবে, বিশ্বস্ত সূত্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের পরিচালক আদিবা রহমান ও তার পরিবারের সদস্যরা যে কোন সময় দেশত্যাগ করতে পারেন।
এই ঘটনায় ক্ষুদ্ধ ডেল্টা লাইফ ইন্সুরেন্সের মূল উদ্যোক্তা ও সাধারণ শেয়ারহোল্ডাররা ভুয়া পরিচালনা পর্ষদ বাতিল করে দ্রুত নতুন পরিচালনা পর্ষদ গঠনের জোর দাবি জানিয়েছেন।
তারা চান ডেল্টা লাইফ ইন্সুরেন্সের মূল উদ্যোক্তাদের নেতৃত্বে একটি স্বচ্ছ ও কার্যকর ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন করা হোক।
এই বিষয়ে ডেল্টা লাইফ ইন্সুরেন্সের সাবেক সিইও আদিবা রহমানের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
অন্যদিকে সালমা আক্তার ও নুর আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের দুর্নীতি ও অনিয়ম সংশ্লিষ্ট সকল তথ্য ও প্রমাণাদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বিষয়টি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে।
ডেল্টা লাইফ ইন্সুরেন্সের মূল উদ্যোক্তা ও সাধারণ শেয়ার হোল্ডারগন দাবি করেছেন যে প্রতিষ্ঠানটির ভুয়া পরিচালনা পর্ষদের সদস্যদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে হবে যাতে ভবিষ্যতে কোম্পানির সুনাম ও মর্যাদা ক্ষুন্ন না হয়।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81