02/23/2025
বিশেষ প্রতিবেদক | Published: 2024-12-22 22:39:58
প্রাণীসম্পদ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িত পিপিআর রোগ নির্মূল এবং এফএমডি রোগ প্রতিরোধ প্রকল্পের অধীনে ৯৯ দশমিক ৬০ কোটি টাকার এফএমডি ভ্যাকসিন কেনার জন্য গত বছরের ১৪ মে দরপত্র আহ্বান করা হয়। গত ১১ সেপ্টেম্বর তা রি-টেন্ডার করা হয়েছিল। কিন্তু ঠিকাদারের সাথে পিডি তথা কর্তৃপক্ষের লেনদেনে বনিবনা না হওয়ায় তৃতীয়বার দরপত্র আহ্বান করা হয়েছে। উক্ত দরপত্র জমা দেয়ার তারিখ আজ ২৩শে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য মতে, ওএমসি নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে আর্জেন্টিনার ভ্যাকসিন নেওয়ার জন্য পিডি ও কর্তৃপক্ষের গোপন সমঝোতা হয়েছে। কিন্তু ওএমসি নামক প্রতিষ্ঠানের এই ধরনের সনদ না থাকায় তা দিতে পারবে না। ফলে দরপত্রের স্পেসিফিকেশন পরিবর্তন করে পূর্বের বর্নিত শর্তগুলো পিডি বা কতৃপক্ষের নির্ধারিত ওএমসি নামক প্রতিষ্ঠানের না থাকায় এনএসপি ফ্রি সনদটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের থাকলেও হবে বলে শিথিল করা হয়েছে। যা আন্তর্জাতিকভাবে গ্রহনযোগ্য নয়। এছাড়া রি- টেন্ডারে স্পেসিফিকেশন পরিবর্তন করার কোন সুযোগ নেই এবং পিপিআর এ কঠিনভাবে নিষেধ আছে। বিষয়টি সরাসরি অনিয়মের পর্যায়ে পড়ে।
এছাড়া রি-টেন্ডারের ক্ষেত্রে নুন্যতম ১৪ কর্মদিবস সময় দেয়ার কথা। কিন্তু দরপত্র আহবান করা হয়েছে ৮ ডিসেম্বর এবং দাখিলের সময় বেঁধে দেওয়া হয়েছে ২৩ ডিসেম্বর। সেক্ষেত্রে সময় দেওয়া হয়েছে ১০ কর্ম দিবস। বিষয়চি পিপিআরের লংঘন বলে জানা গেছে।
এই বিষয়ে প্রকল্প পরিচালক ডা: অমর জ্যোতি চাকমার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, মন্ত্রণালয়ের উদ্ধর্তন কতৃপক্ষের নির্দেশে সকলকে সুবিধা দিতে স্পেসিফিকেশন পরিবর্তণ করা হয়েছে।
প্রসঙ্গত ডিপিপি অনুযায়ী ২০২৩ সালের জুন মাসের মধ্যে ভ্যাকসিন ক্রয় ও বিতরণ করার কথা ছিল। কিন্ত পিডি ও কর্তৃপক্ষের স্বার্থ সংরক্ষিত না হওয়ায় বার বার দরপত্র আহব্বান করতে হচ্ছে। ফলে যে উদ্দেশ্যে প্রকল্প নেয়া হয়েছিল সেটি ব্যাহত হয়েছে।
অন্যদিকে যথাসময়ে ভ্যাকসিন না কেনায় ডলারের মূল্যবৃদ্ধিজনিত কারনে ভ্যাকসিন প্রাপ্তির পরিমানও কমছে। এছাড়া যে ভ্যাকসিন নেওয়ার জন্য পিডি ও মন্ত্রণালয় উঠে পড়ে লেগেছে সেটি আর্জেন্টিনার তৈরী যা এদেশের আবহাওয়ার সঙ্গে মানানসই নয়।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81