02/23/2025
মোশাররফ হোসাইন রাজু: | Published: 2025-02-03 15:49:51
টঙ্গীর ঐতিহাসিক তুরাগ নদীর পাড়ে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল ৩১ শে জানুয়ারি ২০২৫ সালের ৫৮তম বিশ্ব ইজতেমার ১ম পর্ব। কোরআন ও হাদীসের মহান বাণী মানুষের নিকট পৌঁছে দেয়ার জন্য দাওয়াত ও দ্বীনের মেহনতের সংগঠন তাবলীগ জামাতের শুরায়ি নেজামের ইজতেমা কে এবার সাজানো হয়েছে দুই পর্বে। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। বুধবার আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।
সারা দেশ থেকে আগত লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের কে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য রয়েছে সম্পূর্ণ ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দল।
গতবারের ন্যায় এবারো টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মেজর মোহাম্মদ আরাফাতুল ওসমানীর তত্ত্বাবধানে
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর মেডিকেল ক্যাম্প ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করার জন্য সুব্যবস্থা।
দৈনিক বর্তমানদিন পত্রিকার সিনিয়র সাংবাদিক মোঃ মোশারফ হোসাইন রাজু মেডিক্যাল ক্যাম্পে ফ্রি ঔষধ ও চিকিৎসা সেবা প্রদান রত খুবই অমায়িক, বিনয়ী ও আন্তরিক হাস্যোজ্জ্বল এম.এ মোঃ নুরুল ইসলামের নিকট তাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ৫৮ তম বিশ্ব ইজতেমার প্রথম ও দ্বিতীয় পর্বের জন্য আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্পে এবারও প্রস্তুত রয়েছেন অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী। এদের মধ্যে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন এম.এ ডলার হোসেন,এলএমএ মাহবুব সিদ্দিকী, এমএ রানা, মোঃ উজ্জল হোসেন, মোঃ হাবিবুর রহমান, মোঃ বিল্লাল হোসেন এবং মোঃ আল-আমিন সহ আরো অনেকে।
স্রস্টার সন্তুষ্টির উদ্দেশ্যে সৃষ্টির সেবায় তাদের এই অবদান দেশের গণমানুষের নিকট যেন চির স্মরনীয় হয়ে থাকে এমনটি ই আশাবাদ ব্যক্ত করে ইজতেমায় আগত সকল মুসল্লির সুস্বাস্থ্য ও দেশ বাসীর নিকট দোয়ার প্রত্যাশা করেন এমএ মোঃ নুরুল ইসলাম।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81