05/02/2025
শাহীন আবদুল বারী | Published: 2025-05-01 19:31:57
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ । কিন্তু আর্থিক সংকটের কারণে মামলার তদন্তকাজ মারাত্মক ব্যাহত হচ্ছে।
অর্থের অভাবে তদন্তকারী কর্মকর্তারা নিজেদের টাকা খরচ করছে। প্রায় সব বাহিনীতেই অর্থ সংকট চলছে। তাছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটিতে জনবল কম রয়েছে। মানবাধিকার লঙ্ঘনরোধ করতে একটি সেল গঠন করা হচ্ছে। এই সংস্থাটির গোয়েন্দা শাখাকে আরও শক্তিশালী করা হচ্ছে। র্যাব আইন-২০২৪ প্রস্তুত করা হচ্ছে। প্রতিটি বিভাগে পুলিশের ফরেনসিক ল্যাব না থাকায় কাজের ব্যাঘাত ঘটছে। পুলিশ সপ্তাহের দ্বিতীয় দিনে রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও অন্যান্য বৈঠকে এসব দাবি ও সমস্যার কথা বলেন পুলিশ কর্মকর্তারা।
সকাল থেকে পুলিশ কর্মকর্তারা বৈঠক করেন। রাত পর্যন্ত এই বৈঠক চলে। বৈঠকে সব মন্ত্রণালয়ের উপদেষ্টা, আইজিপিসহ সবকটি ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বৈঠকে বলেন, আমাদের অর্থ সংকট আছে। অর্থের অভাবে তদন্তকাজ বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে অর্থ বরাদ্দের জন্য অনুরোধ করেন তিনি।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, গাজীপুরে পুলিশে জনবল অনেক কম। পুলিশের সংখ্যা বাড়াতে হবে।
হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি অ ফ ম আক্তারুজ্জামান বসুনিয়া বলেন, জনবল সংকটের কারণে কাজে সমস্যা হচ্ছে। এজন্য অন্তত ছয় হাজার সদস্য নিয়োগ দিলে ভালো হবে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া বলেন, পুলিশের প্রতিটি রেঞ্জে রেঞ্জ রিজার্ভ ফোর্স আছে। কিন্ত আমার রেঞ্জে তা নেই। এখানে আরআরএফ গঠন করার অনুরোধ জানাই।
সিআইডি অতিরিক্ত ডিআইজি রুমানা আক্তার বলেন, প্রতিটি বিভাগে পুলিশের ফরেনসিক ল্যাব স্থাপন করতে হবে।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত ডিআইজি আনোয়ার হোসেন বলেন, শ্রম আইনসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কিছু আইন পরিবর্তন করতে হবে।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তনু বলেন, পুলিশের ওভারটাইম বৃদ্ধি করতে হবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি আবাসন অধিদপ্তরের কোয়ার্টারগুলো যেন পুলিশ সদস্যরা বরাদ্দ পান সেই ব্যবস্থা করতে হবে।
র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, র্যাবের গোয়েন্দা শাখাকে আরও শক্তিশালী করা হচ্ছে। মানবাধিকার লঙ্ঘনরোধ সেল গঠন করা হচ্ছে। র্যাব আইন-২০২৪ প্রস্তুত করা হচ্ছে যাতে বাহিনীতে জবাবদিহি আসে।
বুধবার রাতে রাজারবাগ পুলিশ লাইনসে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মতবিনিময় করেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।
আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব শেখ আবু তাহের, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য দেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মো. দেলোয়ার হোসেন মিঞা। অনুষ্ঠানে পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে সভায় বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রস্তাব উত্থাপন করা হয়। আইন উপদেষ্টা বলেন, পুলিশের মর্যাদা রক্ষার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে। তিনি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এটি আরও উন্নত করার সুযোগ রয়েছে।
গণপূর্ত উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পরের পুলিশ হবে জনগণের পুলিশ।
তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, পুলিশ তখনই জনগণের পুলিশ হবে যখন পুলিশের কার্যক্রমে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়বে।
সভায় উপস্থিতি উপদেষ্টারা পুলিশ কর্মকর্তাদের উত্থাপিত বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস দেন। খুব তাড়াতাড়ি পুলিশের দাবি সমূহ বাস্তবায়ন হোক এ দাবি সকল পুলিশ কর্মকর্তার
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81