05/07/2025
শাহীন আবদুল বারী | Published: 2025-05-06 23:30:29
হুইল চেয়ারে নয়, হেঁটেই গুলশানের বাসা ফিরোজায় ঢুকলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূর হাত ধরে বাসায় প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা’র সামনে সারাদেশ থেকে আগত লাখো নেতাকর্মী এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢুকার দৃশ্যটি ছিলো চমৎকার ও আনন্দের মিলনমেলা। এসময় দুই পুত্রবধূ বেগম খালেদা জিয়াকে ধরে রাখতে দেখা যায়। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় স্লোগান দিচ্ছিলেন।
যুক্তরাজ্যে চিকিৎসা শেষে চার মাস পর মঙ্গলবার ১০টা ৪০ মিনিটে দেশে পৌঁছেন বিএনপি চেয়ারপারসন। ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দর থেকে বেলা ১১টা ২০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর বের হয়। এ সময় নেতাকর্মীরা পতাকা নেড়ে দলীয় প্রধানকে শুভেচ্ছা জানান। জনসমাগমের উপচেপড়া ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলে ধীর গতিতে। দুপুর ১টা ২৫মিনিটে গাড়িবহর পৌঁছে যায় ফিরোজা’য়।
খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় এসেছেন দুই পুত্রবধু জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। তার মধ্যে ১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান। তার ফেরাকে বিশেষভাবে উদযাপন করছেন বিএনপির নেতাকর্মীরা।
বিমানবন্দর থেকে ফিরোজার পথজুড়ে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান দলের নেতাকর্মীরা। তাদের কারও হাতে শোভা পেয়েছে ফুল, কেউ আবার এসেছেন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে। কেউ-বা খালেদা জিয়ার ছবিসংবলিত টি-শার্ট পরেছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পাশাপাশি তারেকের স্ত্রী জোবাইদা রহমানের নামে স্লোগান দিতে দেখা গেছে। কারও কারও ব্যানারেও খালেদা-তারেকের পাশাপাশি জোবাইদা রহমানের ছবি স্থান পেয়েছে।
যে মাটি ও মানুষকে এত ভালোবাসেন, যে মাটির জন্য সারা জীবনের এত আপোষহীনতা সেই দেশের মাটি ও মানুষ তো এভাবেই বরণ করে নেয় তার বীর সন্তানকে।
তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, "বিদেশে আমার কোন ঠিকানা নেই। বাংলাদেশই আমার শেষ ও একমাত্র ঠিকানা।"
তিনি আরো বলেছিলেন, "আমাদের হাতে স্বাধীনতার পতাকা আর ওদের হাতে গোলামীর জিঞ্জির।"
আজ ৬ মে সারা পৃথিবী অবলোকন করল, বাংলাদেশ মানেই খালেদা জিয়া আর খালেদা জিয়া মানেই বাংলাদেশ।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81