07/03/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2025-07-02 11:07:17
পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা’র ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সাংবাদিক এ এইচ এম ফারুককে সভাপতি, মিতায়ন চাকমাকে সিনিয়র সহ-সভাপতি এবং মো. আলমগীর হোসেন ভূইয়াকে সাধারণ সম্পাদক , ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে কোষাধ্যক্ষ ও ব্যারিস্টার কাজী ইসতিয়াক হোসেন জিসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার পাহাড়বাসীদের নিয়ে প্রথমবারেরমত গঠিত এই কমিটিতে বিভিন্ন দায়িত্বে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন, উত্তরা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হযরত আলী, সুপ্রীম কোর্টের আপীল বিভাগের আইনজীবী ব্যারিস্টার আনোয়ার হোসেন, দৈনিক প্রতিদিনের চিত্র’র সম্পাদক অয়ন আহমেদ, দৈনিক যুগান্তরের সাংবাদিক আবদুল্লাহ আল মামুন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক সৈয়দ ইবনে রহমত, বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, বাখের উদ্দিন, আমিনুল হক, ন্যাশনাল আইডিয়াল স্কুলের শিক্ষক আয়েশা খাতুন রুমা, বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আবু সাদিক কায়েম, উজ্জল ময় ত্রিপুরা, সুকুমার সাহা, মোর্শেদ আলম, দিদারুল আলম, এড. আবু তাহের রনি, জাহাঙ্গীর আলম অপু, আহমেদ হোসেন, আইটি বিশেষজ্ঞ নাদিম মজিদ, ইব্রাহীম খলিল (অপি) ও নবী হোসেন বাপ্পা প্রমুখ।
এছাড়াও কমিটিতে সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, ব্যাংকার ও প্রকৌশলী, সরকারি বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা রয়েছেন।
বুধবার (২ জুলাই, ২০২৫) পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা’র পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংগঠনের আহ্বায়ক সাংবাদিক এ এইচ এম ফারুক-এর সভাপতিত্বে গত শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু ভবনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় পার্বত্য তিন জেলার প্রায় শতাধিক বিশিষ্টজন উপস্থিতি ছিলেন।
সভায় বক্তারা ঢাকায় বসবাসরত পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের নিয়ে পার্বত্য চট্টগ্রাম সমিতি ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠনের গুরুত্ব তুলে ধরেন। সে অনুযায়ী সাংবাদিক এ এইচ এম ফারুককে সভাপতি, মিতায়ন চাকমাকে সিনিয়র সহ-সভাপতি ও মো. আলমগীর হোসেন ভূইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়াও গত ২৩ মে গঠিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নেতাদের পূর্ণাঙ্গ কমিটিতে পদায়নের সিদ্ধান্ত হয়। সাধারণ সভার সিন্ধান্ত অনুযায়ী বুধবার পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি এ এইচ এম ফারুক বলেন- বৃহত্তর ঢাকায় বসবাসরত পাহাড়ি-বাঙালি সকল পাহাড়বাসীকে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা’য় সদস্য হিসেবে স্বাগত জানাতে প্রস্তুত আছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81