30086

11/10/2025

মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়: আমীর খসরু

সামিউর রহমান লিপু | Published: 2025-11-09 20:56:18

নির্বাচনের জন্য বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য আটকে আছে। মানুষ এখন নির্বাচনের মাধ্যমে এই স্থবিরতা থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, বর্তমানে দেশে নির্বাচনের জন্য বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য, এমনকি মানুষের পারিবারিক সিদ্ধান্তও স্থগিত-স্থবির হয়ে আছে। তারা বলছে; আমরা নির্বাচনের পরে করব।

রোববার (০৯ নভেম্বর) রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবনের ক্রাইম রিপোর্টার্স মিলনায়তনে 'আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ' শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন 'দ্যা ফিন্যান্স টুডে'র নির্বাহী সম্পাদক শাহীন আবদুল বারী।

এই বইটির লেখক-প্রকাশক যুক্তরাজ্য প্রবাসী শিক্ষাবিদ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই একজন মানবাধিকার সংগঠক, কলামিস্ট, আন্তর্জাতিক গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক এবং যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত নিউ হোপ গ্লোবালের চেয়ারম্যান।

আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে মানুষের আকাঙ্ক্ষা তীব্র হলেও একটি পক্ষ বিলম্বিত করতে মাঠে নেমেছে। পক্ষটি মূলত গণতন্ত্রের বিরুদ্ধে। যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়?

বর্তমান অন্তর্বর্তী সরকার যে সংবিধানের অধীন শপথ গ্রহণ করেছে, সেই সংবিধানের অধীনে গণভোটের আয়োজনের কোনও সুযোগ নেই বলে মন্তব্য করেন আমীর খসরু। তিনি বলেন, সংবিধানের স্পিরিটের পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার গঠন হয়েছে। বাংলাদেশের সংবিধান আছে বর্তমানে।

যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে, এ সংবিধানে গণভোটের কোনও অপশন নেই। এখন গণভোট নির্বাচনে আগে কেন, নির্বাচনের দিনও গণভোট করা এ সংবিধান গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, গণভোট নির্বাচনের দিনে আয়োজন করার সিদ্ধান্তে বিএনপি একমত হয়ে উদারতার পরিচয় দিয়েছে। যাতে বাংলাদেশের রাজনীতিতে একটি সহনশীল পরিস্থিতি বজায় থাকে। দেশে পরস্পরের মধ্যে সম্মানবোধ থাকে, বিশৃঙ্খলা তৈরি না হয়। জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় যেসব প্রস্তাবে নোট অব ডিসেন্ট আছে, সেগুলোয় ঐকমত্য হয়নি।

নোট অব ডিসেন্ট যেখানে, সেখানে দ্বিমত পোষণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐকমত্য হয়নি। যে বিষয়ে ঐকমত্য হয়নি, সেটাও গণভোটে যেতে পারে না। ঐকমত্য কমিশনের আলোচনায় যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। কিন্তু এখন ঐকমত্য হয়নি, এমন অনেক দাবিও উত্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, ‘‘তারপরও বিএনপি খুব উদার হয়ে শুধু যাতে দেশে সহনশীল একটা রাজনীতি থাকে, দেশে পরস্পরের প্রতি সম্মানবোধ থাকে, যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দেশে মধ্যে সাংঘর্ষিক কিছু না হয়…; আমরা সবকিছু মাথায় রেখে উদার হয়ে তাও নির্বাচনের দিন রাজি হয়েছি। এটা বিএনপির উদারতা।”

'আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ' শীর্ষক বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক খন্দকার এনামুল হক প্রমুখ।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81