11/27/2025
নিজস্ব প্রতিবেদক | Published: 2025-11-27 17:39:01
আন্তর্জাতিক অঙ্গনে আবারও উজ্জ্বল হলো বাংলাদেশের নগর উন্নয়ন সাফল্য। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড ২০২৫ এর সুপরিচিত "লেক ও রিসার্ভার উন্নয়ন" ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) হংকংয়ের সিআইসি জিরো কার্বন পার্কে আয়োজিত এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পুরস্কার গ্রহণ করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
বাংলাদেশ সময় দুপুর ২টায় তাঁকে পুরস্কারটি তুলে দেন এশিয়ান হ্যাবিটেট সোসাইটির চেয়ারম্যান প্যাট্রিক লাউ সাউ শিং। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্পের নকশা প্রণয়নকারী স্থাপত্য প্রতিষ্ঠান ভিত্তি স্থপতিবৃন্দ লিমিটেডের পরিচালক স্থপতি ইকবাল হাবিব এবং স্থপতি মোঃ ইসতিয়াক জহির।
এবারের 'এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ড' বিতরণ অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে জাতিসংঘ হ্যাবিটেট এর এশিয়া-প্যাসিফিক কার্যালয় (ফুকুওকা), এশিয়ান হ্যাবিটেট সোসাইটি, ফুকুওকা এশিয়ান আর্বান রিসার্চ সেন্টার এবং এশিয়ান টাউনস্কেপ ডিজাইন সোসাইটি।
বিশ্বব্যাপী শহুরে নান্দনিকতা, জনজীবন, পরিবেশবান্ধব উন্নয়ন ও টেকসই নগরব্যবস্থার ওপর ভিত্তি করে মোট ৭২টি প্রকল্প থেকে ৭ দেশের ১১টি সেরা প্রকল্পকে পুরস্কৃত করা হয়।
সেখানে বাংলাদেশের হাতিরঝিল প্রকল্প নিজস্ব প্রযুক্তি, উদ্ভাবনী নকশা এবং সফল বাস্তবায়নের কারণে স্বীকৃতি লাভ করে।
এটি ঢাকার প্রথম আন্তর্জাতিক ‘টাউনস্কেপ’ পুরস্কার।এর আগে বাংলাদেশ তিনবার এই পুরস্কার পেলেও ঢাকা শহর এবারই প্রথমবারের মতো এশিয়ান টাউনস্কেপ অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হলো।
নগর উন্নয়ন, জলাধার পুনরুদ্ধার, জনবিনোদন ও পরিবেশগত ভারসাম্য পুনঃস্থাপনে হাতিরঝিল প্রকল্প যে একটি সফল মডেল—আন্তর্জাতিক স্বীকৃতি এবার তা আরও একবার প্রমাণ করল।
বিশ্বমঞ্চে বাংলাদেশের নগর উন্নয়নের সম্মান
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম পুরস্কার গ্রহণের পর বলেন, এই অর্জন শুধু রাজউকের নয়, বরং বাংলাদেশের নগর উন্নয়ন ধারণার প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি।
তিনি আরও বলেন, “হাতিরঝিল প্রকল্পের মাধ্যমে আমরা শুধু জলাধারই পুনরুদ্ধার করিনি, বরং ঢাকার নগর জীবনে একটি সুদৃশ্য ও কার্যকর উন্মুক্ত স্থান ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি। এই অর্জন ভবিষ্যতের উন্নয়ন প্রকল্পগুলোতে আমাদের আরও দায়িত্বশীল করবে।”
স্থপতি ইকবাল হাবিব বলেন, “হাতিরঝিলের নকশা ছিল ঢাকার জন্য একটি টেকসই নগর-পরিকল্পনার মডেল তৈরি করা। আজ আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করছে আমরা সঠিক পথে ছিলাম।”
হাতিরঝিল—ঢাকার নগর কাঠামো বদলে দেওয়া এক প্রকল্প
দীর্ঘদিন ধরে হাতিরঝিল শুধু একটি জলাধার পুনরুদ্ধার প্রকল্প নয়, এটি ঢাকার যোগাযোগব্যবস্থা, জনসেবামূলক সুবিধা, জলাধার সংরক্ষণ, ফুলবাগান, ওয়াকওয়ে, খেলার স্থান এবং নগরবাসীর বিনোদনের জন্য একটি অনন্য স্থান হিসেবে গড়ে উঠেছে।
নান্দনিক এই প্রকল্পটি নকশা ও পরিকল্পনায় স্থপতি, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলীসহ দেশী বিশেষজ্ঞদের সফল সমন্বয়ে তৈরি হয়েছে, যা আজ আন্তর্জাতিক মানদণ্ডেও স্বীকৃতি পাচ্ছে।
বাংলাদেশের নগর উন্নয়নের জন্য নতুন অনুপ্রেরণা
বিশ্বমঞ্চে এই পুরস্কার বাংলাদেশের টেকসই নগরায়ণের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
হাতিরঝিল প্রকল্পের আন্তর্জাতিক স্বীকৃতি অন্য উন্নয়ন সংস্থাগুলোকেও পরিবেশবান্ধব, দীর্ঘমেয়াদি এবং মানুষের উপযোগী নগর প্রকল্পে উৎসাহিত করবে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81