30499

12/16/2025

অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ২ বন্দুকধারীর গুলিতে নিহত ৯, আহত ১৩

আন্তর্জাতিক প্রতিবেদক | Published: 2025-12-14 17:00:32

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে দুই বন্দুকধারীর গুলিতে অন্তত নয় জন নিহত হয়েছে। এই ঘটনায় আরো অন্তত ১১ জন আহত হয়েছে। এছাড়া দুইজন পুলিশ কর্মকর্তাও গুলিবিদ্ধ হয়েছে।

রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে হতাহতের এই ঘটনা ঘটেছে।অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির সম্প্রচারমাধ্যমকে পুলিশ বলেছে, সন্ধ্যায় বন্ডি সমুদ্র সৈকতে গোলাগুলির ঘটনায় ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারী এবং বাকি ৯ জন ভুক্তভোগী।

যে দুইজন বন্দুকধারী এই হামলা চালিয়েছে, তাদের একজন পুলিশের গুলিতে নিহত হয়েছে। অপরজনকে আহত অবস্থায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় অভিযান চালানো হচ্ছে, কারণ সেখানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) থাকতে পারে।

গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে মাটিতে একাধিক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দেশটির সংবাদমাধ্যমকে ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, আমি অন্তত ৫০ রাউন্ড গুলির শব্দ শুনেছি। এসময় ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। 

এদিকে, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, হনুকা উৎসবের প্রথম মোমবাতি জ্বালাতে সমুদ্রসৈকতে যাওয়া ইহুদি জনগোষ্ঠীর ওপর সন্ত্রাসীরা জঘন্য হামলা চালিয়েছে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে ‘মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন।

বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমুদ্রসৈকতগুলোর একটি বন্ডি। সাধারণত স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে। বিশেষ করে গ্রীষ্মকালে সন্ধ্যার দিকে এই সৈকতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

যখন এই হামলার ঘটনা ঘটেছে, তখন বন্ডি বিচে ইহুদি ধর্মীয় উৎসব হানুক্কাহ প্রথম দিনের অনুষ্ঠান চলছিল। তবে হামলার সাথে ওই উৎসবের কোনো সম্পর্ক আছে কিনা, তা এখনো পুলিশ নিশ্চিত করতে পারেনি।

১৯৯৬ সালে তাসমানিয়ায় একজন বন্দুকধারীর গুলিতে ৩৫ জন নিহত হওয়ার ঘটনার পরে এটাই অস্ট্রেলিয়ায় সশস্ত্র হামলায় এত হতাহতের ঘটনা ঘটল।


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81