12/21/2025
শাহীন আবদুল বারী | Published: 2025-12-20 18:08:56
দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার পর টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় হাবলা ইউনিয়নের সোনালিয়া নামক স্থানে ‘সোনালিয়া-করটিয়া’ রেলস্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়াতে ফিতা কেটে ও সবুজ পতাকা নাড়িয়ে ট্রেন স্টেশন উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক প্রকৌশলী মোঃ আফজাল হোসেন।
উদ্বোধনকালে রেলওয়ে মহাপরিচালক প্রকৌশলী মোঃ আফজাল হোসেন জানান, প্রথমে ‘রাজশাহী মেইল’ লোকাল ট্রেনটি দিয়ে যাত্রা শুরু করা হবে। পরবর্তীতে সিরাজগঞ্জ এক্সপ্রেসসহ ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। এছাড়াও টাঙ্গাইল কমিউটার ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ে পাকশি বিভাগের ব্যবস্থাপক লিয়াকত আলী খান শরিফ, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলী খান পন্নী, এইচএম ইনস্টিটিউট এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ।
স্টেশনটি চালু হওয়ায় স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা সকল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি স্টেশন সংলগ্ন সড়ক উন্নয়নের দাবি করে।
এই প্রতিবেদককে তারা বলেন, এক যুগেরও বেশি সময় আগে এই স্টেশনটি নির্মাণ করা হলেও নাম জটিলতাসহ বিভিন্ন কারণে রেলস্টেশনটি চালু হয়নি। প্রায় ১৫ বছর পর আজকে রেল স্টেশনটি উদ্বোধন হওয়ায় টাঙ্গাইল জেলার বাসাইল ও সখীপুর উপজেলাসহ ঐতিহ্যবাহী সরকারি সাদত কলেজ ও করটিয়া হাটের কয়েক লাখ মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করবে।
কলেজ ছাত্রী হালিমা বেগম বলেন, স্টেশনটি চালুর পর আমরা খুব খুশি। আমাদের যাতায়াত ব্যবস্থা আরও সহজ হলো। এখন নারীদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
স্থানীয় বাসিন্দা হেলাল মিয়া বলেন, ইতিপূর্বে স্টেশন চালু না হওয়ার ফলে সরকারের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাচ্ছিলো। স্টেশনটি চালুর পর তিন উপজেলার কয়েক লাখ মানুষ এ সুবিধা পাবে।
শাকিল আহমেদ বলেন, রেল স্টেশন নির্মানের প্রায় এক যুগ পর স্টেশনটি চালু হলো। এখানে সকল আন্তঃনগর ট্রেন থামানোর পাশাপাশি আশেপাশের সড়ক উন্নয়নের দাবি করতে হবে। তা হলে আমাদের ভোগান্তি অনেকটা লাঘব হবে।
রেলের ডিজি প্রকৌশলী মোঃ আফজাল হোসেনের বাড়ি টাঙ্গাইল সদরে। তিনি টাঙ্গাইলবাসী গর্ব। অত্যন্ত মেধাবী ও নিষ্ঠাবান এই কর্মকর্তা রেলে নিয়োগপ্রাপ্ত হবার পর সরকারী এই প্রতিষ্ঠানে অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছেন। তার মতো একজন দক্ষ কারিগর রেলের বাতিঘর হয়ে থাকবেন আজীবন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81