30741

01/01/2026

আজ কোরআন ছুঁয়ে শপথ নিয়ে ইতিহাস গড়বেন জোহরান মামদানি

S M Fatin Shadab | Published: 2026-01-01 12:24:49

জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেবেন আজ। শপথগ্রহণ অনুষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী জোহরান মামদানি পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেবেন। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনিই প্রথম মেয়র, যিনি এই রীতি অনুসরণ করবেন।

নিঃসন্দেহে নিউইয়র্কের লাখ লাখ মুসলিম বাসিন্দার কাছে এটি গর্বের একটি মুহূর্ত।এই দিনটিতে তিনি এক অনন্য ইতিহাস গড়তে যাচ্ছেন। জোহরান মামদানি একাধারে দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, মিলেনিয়াল প্রজন্মের প্রতিনিধি এবং একজন মুসলিম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো মুসলমান ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত নেতা নিউ ইয়র্ক শহরের মেয়র নির্বাচিত হয়েছেন।
তার মুখপাত্র জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার শপথগ্রহণ উপলক্ষে তিনি ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনের অন্তত তিনটি ভিন্ন সংস্করণ ব্যবহার করবেন।


মামদানি ব্যক্তিগত ও প্রকাশ্য, দুটি আলাদা অনুষ্ঠানে শপথ নেবেন। ব্যক্তিগত মধ্যরাতের অনুষ্ঠানে তিনি তার দাদার ব্যবহৃত কোরআন শরিফ এবং বিখ্যাত কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শোমবার্গের মালিকানাধীন একটি কোরআন ব্যবহার করবেন। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া এই কোরআনটি অনুষ্ঠানে অন্তর্ভুক্ত থাকবে।

ব্যক্তিগত শপথগ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পরিত্যক্ত ওল্ড সিটি হল সাবওয়ে স্টেশনে।পরে প্রকাশ্য অনুষ্ঠানে তিনি আরেকটি কোরআন ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
রাজ্যের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস মধ্যরাতে মামদানিকে শপথ বাক্য পাঠ করাবেন এবং ভার্মন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স দিনের শেষের দিকে গণতান্ত্রিক সমাজতান্ত্রিককে শপথ বাক্য পাঠ করাবেন। বর্তমানে মেয়ররা শপথ গ্রহণের সময় ব্যক্তিগত অর্থ এবং ঐতিহাসিক তাৎপর্যসহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ব্যবহার করেন।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকার সদস্য মামদানি নির্বাচনী প্রচারণার সময় তার ধর্মীয় বিশ্বাস নিয়ে কথা বলতে পিছপা হননি। অক্টোবরে এক বক্তব্যে তিনি বলেন, ‘প্রত্যেক মুসলমানের স্বপ্ন অন্য সব নিউইয়র্কবাসীর মতো সমানভাবে আচরণ পাওয়া।


কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের বলা হয়েছে, এর চেয়েও কম প্রত্যাশা করতে এবং যা সামান্য পাওয়া যায়, তাতেই সন্তুষ্ট থাকতে।’ একজন বিতর্কিত ইমামের সঙ্গে তোলা ছবিকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার সময়ই মামদানি এই মন্তব্য করেন।
মামদানি নিউইয়র্কের নানা ধর্ম, জাতি ও গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতি আফ্রো-লাতিনো লেখক আর্তুরো শমবার্গের কুরআন ব্যবহারের মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে চান। শমবার্গের কাজ ও সংগ্রহ এক সময় হারলেম রেনেসাঁ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির মধ্যপ্রাচ্য ও ইসলামি শিক্ষা বিভাগের কিউরেটর হিবা আবিদ এ প্রসঙ্গে বলেন, ‘এটি একটি অত্যন্ত প্রতীকী পছন্দ। আমরা এমন একজন মুসলিম মেয়রকে শপথ নিতে দেখছি, যিনি কোরআন ব্যবহার করছেন, আবার যার জন্ম আফ্রিকার দেশ উগান্ডায়।’


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81