30843

01/09/2026

রাষ্ট্রযন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: হাসনাত

S M Fatin Shadab | Published: 2026-01-06 13:03:37

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বর্তমান রাষ্ট্রব্যবস্থা ও প্রচলিত রাজনৈতিক দলগুলো অপ্রাসঙ্গিক করে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি দাবি করেন যে, রাষ্ট্রযন্ত্র জুলাই বিপ্লবের যোদ্ধাদের প্রতি বর্তমানে বিদ্বেষমূলক মনোভাব পোষণ করছে।

শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে ছাত্র আন্দোলনের নেতা মাহদী ও তাহরিমা সুরভীর সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করলে বোঝা যায়, আইনশৃঙ্খলা বাহিনী জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।। এনসিপি মনোনীত এই সংসদ সদস্য পদপ্রার্থী বর্তমান পরিস্থিতির তীব্র সমালোচনা করে বলেন, বিপ্লবীদের কণ্ঠরোধ করার এক গভীর ষড়যন্ত্র চলছে।

হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে শরীফ ওসমান হাদি হত্যার বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন যে, সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের কর্মকাণ্ডে এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করার কোনো সদিচ্ছা ফুটে উঠছে না।


হাদির ঘটনার পর পর ঘটা অন্যান্য অপ্রীতিকর ঘটনাগুলো প্রমাণ করে যে, রাষ্ট্রযন্ত্র বিপ্লবীদের কোণঠাসা করতে চায়। এছাড়া নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার মতে, নির্বাচন কমিশনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক এবং তারা আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ না করে ব্যক্তিবিশেষে ভিন্ন ভিন্ন আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে বড় বাধা।

ফেসবুক লাইভে তিনি সরকারের ডিজিটাল নীতি ও গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের আইডি সরিয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত দেড় বছরে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আইডিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলেও সরকার বিরোধী বা সংস্কারপন্থীদের দমনে রাষ্ট্র সক্রিয় রয়েছে। মিডিয়া ও প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, অনেক গণমাধ্যমকে অতীতে ‘হাসিনার সেবাদাস’ হতে দেখা গেছে।

হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট করেন যে, তারা সংস্কারের পক্ষে এবং যেকোনো ধরণের বৈদেশিক আগ্রাসন ও ভারত বিরোধিতার পক্ষে অটল রয়েছেন। তিনি দেশবাসীকে আসন্ন নির্বাচনে সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা শক্তিকে সমর্থন দেওয়ার আহ্বান জানান এবং গণতান্ত্রিক পথকে আরও প্রসারিত করার ওপর জোর দেন।

 


Editor & Publisher : Md. Motiur Rahman

Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81