01/24/2026
S M Fatin Shadab | Published: 2026-01-24 15:16:08
গাইবান্ধার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে অতীতে কেউ কার্যকর পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘১০ দলীয় জোট ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলের মধ্যে গাইবান্ধা জেলাকে অগ্রাধিকার দিয়ে ব্যাপক উন্নয়ন করা হবে। ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা হবে।’
শনিবার (২৪ জানুয়ারি) সকালে গাইবান্ধার পলাশবাড়ী এস.এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘গাইবান্ধার সমস্যাগুলো নিয়ে এতদিন শুধু আলোচনাই হয়েছে, কাজের কাজ কিছুই হয়নি। নদীবেষ্টিত এই জেলার ভৌগোলিক অবস্থানকে অনেকে সমস্যা মনে করলেও, এটি মূলত সৃষ্টিকর্তার আশীর্বাদ। সঠিক পরিকল্পনা নিলে এই নদীই হবে জেলার উন্নয়নের চাবিকাঠি।’
তিনি আরো বলেন, ‘গাইবান্ধার মানুষের দীর্ঘদিনের দাবিগুলো পূরণ করতে এবং জেলাকে মডেল হিসেবে গড়ে তুলতে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর।’
সমাবেশে জামায়াতের আমির গাইবান্ধার পাঁচটি আসনে জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন। প্রার্থীরা হলেন গাইবান্ধা-১ আসনে অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনে জেলা আমির আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনে অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, গাইবান্ধা-৪ আসনে ডা. আব্দুর রহিম সরকার এবং গাইবান্ধা-৫ আসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81