02/23/2025
Nirmal Barman | Published: 2018-02-15 20:33:08
FT BANGLA
বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির হার বাড়িয়ে ২০১৭-১৮ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করলেন গভর্নর ড. ফজলে কবির। ।
সোমবার দুপুরে রাজধানীতে বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের ৫ম তলার জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত প্রেস কনফারেন্সে এ মুদ্রানীতি ঘোষণা করা হয়।
এসময় বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি সংবলিত ‘মনিটারি পলিসি স্টেটমেন্ট’ প্রকাশ করা হয়।নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়িয়ে ১৬ দশমিক ৮ শতাংশ এবং সরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমিয়ে ১৩ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে বেসরকারি খাতে ১৬ দশমিক ২ শতাংশ ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।
বিনিয়োগ ও উৎপাদন কর্মকান্ডে গতিশীলতা বজায় রাখতে দ্বিতীয়ার্ধে অভ্যন্তরীণ ঋণের যোগান প্রবৃদ্ধি ১৫ দশমিক ৮ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে ৭ দশমিক ৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলেও মনে করে কেন্দ্রীয় ব্যাংক।
এছাড়া রিভার্স রেপো নীতি সুদহার ৬ দশমিক সাত পাঁচ শতাংশ এবং ৪ দশমিক সাত পাঁচ শতাংশ অপরিবর্তিত রাখা হয়েছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81