02/23/2025
আবু তাহের বাপ্পা | Published: 2019-12-26 00:46:12
এফটি বাংলা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দুই মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতির স্ত্রী রোজী চিশতি ও মেয়ে রিমি চিশতির আগাম জামিনের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এদিন আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুল মতিন খসরু। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
সূত্র জানায়, ৩৭ কোটি ৩৮ লাখ ৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ১৫ ডিসেম্বর রোজী চিশতি ও মাহবুবুল হক চিশতিকে আসামি করে মামলা করে দুদক।
এছাড়া ২১ কোটি ২০ লাখ ৯৮ হাজার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রিমি চিশতি ও মাহবুবুল হক চিশতির বিরুদ্ধে আরেকটি মামলা করে। দুই মামলায় তারা আগাম জামিনের আবেদন করেন।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81