02/23/2025
সামি | Published: 2019-12-30 01:47:41
এফটি বাংলা
আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দক্ষিণ সিটি করপোরশনের জন্য ঢাকা-১২ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস এবং উত্তরের জন্য বর্তমান মেয়র আতিকুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়েছেন।
গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ সিন্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগের প্রার্থী তালিকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র সাঈদ খোকনকে বাদ দেওয়া হয়েছে।
এছাড়া কাউন্সিলরদেরও নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীরা হলেন-
ওয়ার্ড অনুযায়ী তালিকা নিম্নরূপ:-
১. মাহবুব, ২. আনিস, ৩. মাসুদ, ৪. জাহাঙ্গীর, ৫. আশরাফুল, ৬. সিরাজুল, ৭. আসিফ, ৮. গনি, ৯. হক, ১০. নসু,
১১. শামীম, ১২. মামুনুর রশীদ শুভ্র, ১৩. হক, ১৪. ইলিয়াসুর রহমান, ১৫. বাবলা, ১৬. নজরুল, ১৭ মাহবুবুবর রহমান, ১৮ ফেরেদৌস আলম, ১৯ আবুল বাসার, ২০ ফরিদ উদ্দিন, ২১ আসাদুজ্জামান, ২২ জিন্না, ২৩ মকবুল হোসেন,
২৬ হাসিবুর রহমান, ২৭ ওমর বিন আব্দুর আজিজ, ২৮ সালেহিন, ২৯ বাবুল, ৩০ হাসান, ৩১ আলমগীর, ৩২ মান্নান,
৩৩ ইলিয়াস, ৩৪ সমীর, ৩৫ আবু সাইদ, ৩৬ রঞ্জন বিশ্বাসন, ৩৭ আব্দুর রহমান, ৩৮ মান্নাফি, ৩৯ রোকন, ৪০ আজাদ, ৪১ সরোয়া্র হাসান, ৪২ সেলিম, ৪৩ আরিফ হোসেন, ৪৪ নিজাম উদ্দিন, ৪৫ হেলেন আক্তার, ৪৬ শহিদুল্লাহ,
৪৮ আবুল কালাম, ৪৯ আবুল কালাম আজাদ, ৫০ মাসুম মোল্লা, ৫১ কাজী হাবিবুর রহমান, ৫৩ নূর হোসেন, ৫৪ মাসুদ,
৫৬ হোসেন, ৫৭ সাইদুল ইসলাম, ৫৮ সফিকুর রহমান, ৫৯ আকাশ কুমার, ৬০ লৎফর রহমান, ৬১ সাহে আলম, ৬২ মোস্তাক, ৬৩ ইসলাম খান, ৬৫ সামছুদ্দিন ভূইয়া, ৬৬ হানিফ তালকুদার, ৬৭ফিরোজ আলম, ৭২ শামীম, ৭৩ শফিকুল ইসলাম, ৭৫ সৈয়দ মো. তোফাজ্জেল হোসেন
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81