02/23/2025
আবু তাহের বাপ্পা | Published: 2020-01-22 01:46:12
এফটি বাংলা
চীনের রহস্যময় ‘করোনা’ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় বাংলাদেশে সতর্কতা জারি করা হয়েছে। বিমান বন্দরগুলোতে মেডিকেল টিম রাখা হচ্ছে। যাত্রীদের স্ক্রিনিংও করা হচ্ছে। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) হটলাইন নম্বরও চালু করেছে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, ‘করোনা’ ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো- শ্বাসতন্ত্রের সমস্যা, জ্বর, কাশি, গলাবাথ্যা। যখন শ্বাসতন্ত্রের অসুখ হয় তখন হাঁচি-কাশি থেকে আরেকজন সংক্রমিত হতে পারে।
চার হটলাইন
উদ্ভূত পরিস্থিতিতে আইইডিসিআর চারটি হটলাইন খুলেছে। ভাইরাসের লক্ষণ কারও মধ্যে দেখা গেলে এসব হটলাইনে ফোন করে জানানোর অনুরোধ করা হয়েছে। নম্বরগুলো হচ্ছে— ০১৯৩৭১১০০১১, ০১৯৩৭০০০০১১, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫।
আইইডিসিআর বলছে, কারও শরীরে এর কোন লক্ষণ দেখা গেলে তারা নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখবেন। এছাড়া বিমানবন্দরে ইমিগ্রেশন, এয়ারলাইন্সগুলো এবং এভিয়েশনে কাজ করা সবাইকে সচেতনও করছেন স্বাস্থ্যকর্মীরা।
বিমানবন্দরে যে এলইডি মনিটর রয়েছে সেখানে রোগের লক্ষণগুলো জানানো হচ্ছে এবং কারও যদি এই লক্ষণগুলো থাকে তাকে দ্রুত হেলথ ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81