02/24/2025
Siyam Hoque | Published: 2020-04-04 03:06:41
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। এমএসএমই ও অপ্রচলিত খাত সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে।
এমএসএমই খাতের ঋণের সুদ এক বছরের জন্য মওকুফের আহ্বান জানিয়ে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে এমএসএমই খাতের জন্য অনাদায়ী দেনা আদায় হওয়া বেশ কঠিন হয়ে পড়বে। কেননা সব ব্যবসায়ীরাই একই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এ ধরণের অনিশ্চিত সময়ে এমএসএমই’র জন্য তারল্য সংকট দেখা দিতে পারে। পরিস্থিতি বিবেচনায় এমএসএমই’র জন্য প্রদত্ত ঋণের সুদ আগামী ১ বছরের জন্য মওকুফ করা দরকার।
পাশাপাশি এমএসএমই’র অর্থায়ন সহজলভ্য করতে স্বল্প সুদে এবং সহজতর জামানত শর্তে বিদ্যমান পুনঃঅর্থায়ন (এসএমই রিফিন্যান্সিং) তহবিলকে পূর্ব-অর্থায়ন (এসএমই প্রিফিন্যান্সিং) তহবিলে রূপান্তর করা যেতে পারে। তাছাড়া করের বোঝা লাঘব করতে চলতি অর্থবছরের আয়কর জমা স্থগিত রেখে তা আগামী তিন বছরে সমান তিনটি কিস্তিতে ভাগ করে রিটার্নের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জরিমানা ছাড়া দেয়ার সুযোগ দেয়া যেতে পারে।
Editor & Publisher : Md. Motiur Rahman
Pritam-Zaman Tower, Level 03, Suite No: 401/A, 37/2 Bir Protik Gazi Dastagir Road, Purana Palton, Dhaka-1000
Cell : (+88) 01706 666 716, (+88) 01711 145 898, Phone: +88 02-41051180-81