September 19, 2024, 7:57 am


Siyam Hoque

Published:
2020-04-13 17:24:28 BdST

শ্রমিকদের বেতন দিল বিজিএমইএ সদস্যভুক্ত ৭৬১ কারখানা


রোববার (১৩ এপ্রিল) সকাল পর্যন্ত বিজিএমইএ সদস্যভুক্ত ৭৬১টি কারখানা মালিক মার্চ মাসের বেতন পরিশোধ করেছেন।

বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে সোমবার (৬ এপ্রিল) বিজিএমইএ সভাপতি রুবানা হক এবং বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান স্বাক্ষরিত যৌথ এক ঘোষণায় আগামী ১৬ এপ্রিলের মধ্যে মার্চ মাসের বেতন পরিশোধের সদস্যদের প্রতি অনুরোধ জানান।

আর করোনা ভাইরাসের কারণে শ্রমিকদের সুরক্ষায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি একইভাবে অনুরোধ পোশাক মালিকের এই দুই সংগঠন। এ বিষয়ে সদস্যদের চিঠি পাঠানো হয়েছে বলে জানানো হয়।

বিজিএমইএ বলছে, মোট ২২৭৪টি কারখানার মধ্যে ৭৬১টির বেতন সম্পন্ন হয়েছে। এর মধ্যে ঢাকা মেট্রো এলাকায় ৩৭২টি কারখানার মধ্যে ১০১টির বেতন পরিশোধ করেছে। গাজীপুর এলাকায় ৮১৮টি কারখানার মধ্যে ৩০৫টির বেতন পরিশোধ করেছে, সাভার-আশুলিয়ার ৪৯১টির মধ্যে ১৮৭টি, নায়ারণগঞ্জে ২৬৯টির মধ্যে ৭১টি এবং চট্টগ্রাম এলাকায় ৩২৪টি কারখানার মধ্যে ৯৭টি কারখানা তাদের শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধ করেছে।

এর আগে করোনা ভাইরাসের কারণে শ্রমিকদের সুরক্ষায় আগামী ২৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি অনুরোধ পোশাক শিল্পের এ দুই সংগঠন।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.


Popular Article from FT বাংলা